# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে সাড়ে ৬ বছরের এক শিশুকে ধর্ষণ করায় অভিযুক্ত মসজিদের মোয়াজ্জিন আব্দুল কুদ্দুস (৫৫)কে আটক করেছে র্যাব-১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্পের সদস্যরা। আজ ১৯ অক্টোবর রোববার বিকেল ৩টায় কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার মাইজচর ইউনিয়নে বাহেরবালি এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। আটকের পর ওই মোয়াজ্জিনকে বিকেল সাড়ে ৫টায় ভৈরব থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়। এর আগে ১৪ অক্টোবর শিশুটি হঠাৎ মক্তবে যেতে না চাইলে মা মৌসুমি আক্তারের বিষয়টি সন্দেহ হলে জানতে পারে তার মেয়ে মোয়াজ্জিন দ্বারা যৌন হয়রানির শিকার হচ্ছেন। পরে ১৬ অক্টোবর শিশুটির মা মৌসুমি আক্তার বাদি হয়ে মোয়াজ্জিন আব্দুল কুদ্দুসকে আসামি করে ভৈরব থানায় একটি মামলা দায়ের করে। এ তথ্য নিশ্চিত করেছে ভৈরব থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু তালেব। আটককৃত আব্দুল কুদ্দুস বাজিতপুর বাহেরবালি এলাকার মৃত শুক্কুর মিয়ার ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, পৌর শহরের গাছতলাঘাট এলাকার সরকারি হাজী আসমত কলেজের পেছনে চান মিয়া সরকারের বাড়ির বায়তুল আমান জামে মসজিদে ১৫ বছর যাবত মোয়াজ্জিনের দায়িত্ব পালন করছেন আব্দুল কুদ্দুস। সকাল বেলা শিশুদের মসজিদ মক্তবে আরবি শিক্ষা দিতেন। ভুক্তভোগী শিশুর বাড়ি উপজেলার শিবপুর ইউনিয়নে জামালপুর এলাকায়। জীবিকার তাগিদে তারা পৌর শহরের গাছতলাঘাট এলাকায় ভাড়া বাসায় থাকেন। সেই সুবাধে সকালে শিশুটি মক্তবে নিয়মিত আরবি পড়তে যায়। ১৪ অক্টোবর শিশুটি হঠাৎ মক্তবে যেতে না চাইলে মা মৌসুমি আক্তারের বিষয়টি সন্দেহ হয়। পরে শিশুটিকে ভালোভাবে জিজ্ঞাসা করলে জানতে পারে শিশুটি যৌন হয়রানীর শিকার হচ্ছে। পরে শিশুটির মা তাকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটির পরীক্ষা নিরীক্ষার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে।
এ বিষয়ে ভৈরব থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু তালেব বলেন, ১৬ অক্টোবর শিশুটির মায়ের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মোয়াজ্জিনকে পাওয়া যায়নি। সে পলাতক ছিলো। তবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। আটককৃত মোয়াজ্জিন আব্দুল কুদ্দুসকে বিকেল সাড়ে ৫টায় ভৈরব থানায় সোপর্দ করেছে। আইনী প্রক্রিয়া শেষে ২০ অক্টোবর সোমবার সকালে অভিযুক্ত মোয়াজ্জিন আব্দুল কুদ্দুসকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।