• বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
শ্যামা পূজার মণ্ডপে স্থান পেল গাজায় নৃশংসতার শিকার শিশুদের ছবি হোসেনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা কুলিয়ারচরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন ভৈরবে জরুরি দায়িত্ব পালনকালে ট্রাকের ধাক্কায় পুলিশ কনস্টেবলের মৃত্যু ভৈরবে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু কুলিয়ারচরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে ৩২ বছরের পুরনো পুকুর দখলের অভিযোগ, ইউএনও’র হস্তক্ষেপে মাটি উত্তোলন বন্ধ ভৈরবে ৭ হাজার ৮৮০ পিস ইয়াবাসহ নারী মাদককারবারি আটক করিমগঞ্জে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করিমগঞ্জ উপজেলা মাদরাসা শিক্ষক- কর্মচারী কল্যাণ সমিতি নির্বাচনের প্রতীক বরাদ্দ

কিশোরগঞ্জে যাত্রীদের মারধর, ভুয়া সেনা সদস্য আটক জিআরপি থানায় মামলা

কিশোরগঞ্জে যাত্রীদের মারধর
ভুয়া সেনা সদস্য আটক
জিআরপি থানায় মামলা

# নিজস্ব প্রতিবদক :-
ট্রেন যাত্রীদের মারধর করে কিশোরগঞ্জে রেল পুলিশের হাতে এক ভুয়া সেনা সদস্য আটক হয়েছেন। তিনি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কাটাখুশিয়া গ্রামের মৃত এলাহি নেওয়াজের ছেলে মো. আলমগীর খাঁ (৩৪)। তার গায়ে সেনাবাহিনীর লগো লাগানো টিশার্ট, মাথায় লগো লাগানো ক্যাপ এবং লগো লাগানো একটি ব্যাগও পাওয়া গেছে। তাঁর বিরুদ্ধে কিশোরগঞ্জ জিআরপি থানায় মামলা হয়েছে।
রেলওয়ে থানার ওসি বাহাউদ্দিন ফারুকী জানিয়েছেন, ২০ অক্টোবর সোমবার ঢাকা থেকে কিশোরগঞ্জগামী আন্তঃনগর এগারসিন্দুর প্রভাতী ট্রেনের একটি বগিতে ওই ভুয়া সেনা সদস্য উঠেছিলেন। বাজিতপুর উপজেলার সরারচর স্টেশন থেকে ট্রেনটি কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছাড়ার পর সকাল ১১টার দিকে অন্য বগির এক যাত্রী বগির ভেতর দিয়ে ওই বগিতে যাওয়ার চেষ্টা করলে সংযোগ স্থলের দরজা বন্ধ পান। তখন সজোরে নক করলে ভুয়া সেনা সদস্য দরজা খুলে ধমক দিয়েই আবার দরজাটি লাগিয়ে দেন। এতে ওই যাত্রী হাতে প্রচণ্ড ব্যাথা পান। এ দৃশ্য দেখে আরও কয়েক যাত্রী দরজায় গিয়ে অনেকবার নক করলে ভুয়া সেনা সদস্য দরজা খুলে কয়েকজনকে কিলঘুষি মেরে নিজেকে সেনা সদস্য পরিচয় দেন। বলতে থাকেন, কিশোরগঞ্জ স্টেশনে যাওয়ার পর সেনা ক্যাম্প থেকে সেনা সদস্যরা এসে সব ক’টাকে আটক করে নিয়ে যাবেন।
এসময় ট্রেনে দায়িত্বরত একজন পুলিশ সদস্য ট্রেনটি কিশোরগঞ্জ স্টেশনে পৌঁছলে জিআরপি থানার পুলিশ নিয়ে ভুয়া সেনা সদস্যকে চ্যালেঞ্জ করেন। তার কাছে সেনাবাহিনীর পরিচয়পত্র চাইলে দেখাতে ব্যর্থ হন। তার এলাকার ইউপি মেম্বারকে ফোন করে জানা যায়, তিনি সেনা সদস্য নন। এরপরই তাকে আটক করে জিআরপি থানায় নিয়ে যাওয়া হয়। এ ব্যাপারে বাজিতপুর উপজেলার সরারচর এলাকার হাবিবুর রহমানের ছেলে আক্রান্ত ট্রেন যাত্রী আদিখুর রহমান (২৬) বাদী হয়ে জিআরপি থানায় ৩২৩/১৭০/১৭১/৫০৬ ধারায় মামলা করেছেন বলে জানিয়েছেন থানার ওসি বাহাউদ্দিন ফারুকী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *