• বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
শ্যামা পূজার মণ্ডপে স্থান পেল গাজায় নৃশংসতার শিকার শিশুদের ছবি হোসেনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা কুলিয়ারচরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন ভৈরবে জরুরি দায়িত্ব পালনকালে ট্রাকের ধাক্কায় পুলিশ কনস্টেবলের মৃত্যু ভৈরবে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু কুলিয়ারচরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে ৩২ বছরের পুরনো পুকুর দখলের অভিযোগ, ইউএনও’র হস্তক্ষেপে মাটি উত্তোলন বন্ধ ভৈরবে ৭ হাজার ৮৮০ পিস ইয়াবাসহ নারী মাদককারবারি আটক করিমগঞ্জে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করিমগঞ্জ উপজেলা মাদরাসা শিক্ষক- কর্মচারী কল্যাণ সমিতি নির্বাচনের প্রতীক বরাদ্দ

কটিয়াদীতে আগামী শুক্রবার থেকে দুইদিন ব্যাপি ঐতিহ্যবাহী ঢাক-ঢোলের হাট শুরু

# সারোয়ার হোসেন শাহীন :-
কিশোরগঞ্জের কটিয়াদীতে আগামী শুক্র ও শনিবার ২৬ ও ২৭ সেপ্টেম্বর দুই দিনব্যাপী ঐতিহাসিক ৫০০ বছরের পুরোনো ঢাক-ঢোলের হাট শুরু হবে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কটিয়াদী পুরাতন বাজার প্রেস ক্লাব ও মুক্তিযোদ্ধা অফিসের সামনে এই হাটটি বসে। বিভিন্ন জেলার ঢাকিরা হাটে আসতে শুরু করবে আগামী শুক্রবার সকাল থেকে। প্রতিবছরের মত এবার হাটটি শুক্রবার ও শনিবার পর্যন্ত চলবে। ৫শত বছরের ঐতিহ্যবাহী এই হাট থেকে দেশের বিভিন্ন জেলার পূজামণ্ডপের আয়োজকরা ঢাক-ঢোল আর সানাইয়ের বাইনা করতে আসে।
ঢাকিরা অর্থের বিনিময়ে পূজার আয়োজকদের সঙ্গে চুক্তিবদ্ধ হন। কোন দলের চুক্তি মূল্য কত হবে, তা নির্ধারণ হয় ঢাকিদের দক্ষতার ওপর।
ষোড়শ শতাব্দীর মাঝামাঝি সময়ে স্থানীয় সামন্ত রাজা নবরঙ্গ রায় তাঁর রাজপ্রাসাদে দুর্গাপূজার আয়োজন করতেন। কটিয়াদীর চারিপাড়া গ্রামে ছিল রাজার প্রাসাদ। একবার রাজা নবরঙ্গ রায় সেরা ঢাকিদের সন্ধান করতে ঢাকার বিক্রমপুর পরগনার (বর্তমানে মুন্সিগঞ্জ) বিভিন্ন স্থানে আমন্ত্রণ জানিয়ে বার্তা পাঠান। সে সময় নৌপথে অসংখ্য ঢাকি দল পুরোনো ব্রহ্মপুত্র নদের তীরে যাত্রাঘাটে সমবেত হন। রাজা নিজে দাঁড়িয়ে একে একে বাজনা শুনে সেরা দলটি বেছে নেন এবং পুরস্কৃত করেন। সেই থেকেই যাত্রাঘাটে ঢাকের হাটের প্রচলন শুরু। পরবর্তী সময়ে হাট স্থানান্তরিত হয় কটিয়াদী সদরের পুরান বাজারে।
জানা যায়, পূজারিদের দেখা পেতে ঢাকির দল অপেক্ষায় থাকে। তাঁদের হাতে বড় বড় ঢাকঢোল কাঁসর, সানাই, নানান ধরনের বাঁশি, করতাল ও খঞ্জরি থাকে। কিছু সময় বিরতি দিয়ে দলভিত্তিক বাদ্য বাজাবেন তাঁরা। কারণ, কোন দলের কত মূল্য হবে, তা নির্ধারিত হয় উপস্থিত কলাকৌশল পরীক্ষার মাধ্যমে। বাজনার তালে নাচ আর নানা অঙ্গভঙ্গির মাধ্যমে পূজারিদের নজর কাড়ারও চেষ্টা করেন ঢাকিরা। বাজনার শব্দে মুখর হয়ে ওঠে চারপাশ। যাঁদের সঙ্গে দরদাম মিলছে, তাঁদের অনুসরণ করে পিছু নেন ঢাকিরা।
বিক্রমপুর থেকে আসা ঢাকি দলের নেতা বিজয় কুমার এর সাথে ফোন করে জানাযায়, তারা ১২ জনের একটি দল। ৯ বছর ধরে এই ঢাক-ঢোলের হাটে আসে। দেশের আর কোথাও ঢাকের হাট আছে বলে আমার জানা নেই। তাও আবার ৫০০ বছরের বেশি সময় ধরে টিকে থাকা হাট। হাটে আসা ছাড়াও মণ্ডপে যাওয়ার সুযোগ রয়েছে।
কটিয়াদী পূজা উদযাপন পরিষদ ফ্রন্টের আহবায়ক দিলীপ সাহা জানান, দুই দিনে দুই শতাধিক ঢাকির দল সমাগম ঘটবে আশা করছি এই হাটে। এখানে ঢাক ছাড়া আর কিছু কেনাবেচা হয় না। এর মধ্যে হাটে আসা ঢাকিদের থাকা ও খাওয়ার ব্যবস্থা এবং নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে। কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলাম জানান, হিন্দু সম্প্রদায়ে সবচেয়ে বড় ও জাকজমকপূর্ণ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দুর্গাপূজা উপলক্ষে দুই দিনব্যাপী ঐতিহাসিক ৫০০ বছরের পুরোনো ঢাক-ঢোলের হাট বসবে। ঢাকীদের নিরাপত্তাসহ যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
কটিয়াদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম বলেন, কটিয়াদী উপজেলায় মোট ৪৩টি পূজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। সবগুলো পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।
সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসার মো. মাইদুল ইসলাম ও কটিয়াদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম পূজা মণ্ডপে নেতৃবৃন্দকে নিয়ে উপজেলা পরিষদে ও থানায় সার্বিক নিরাপত্তার লক্ষে দুটি সভা অনুষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *