• বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার কটিয়াদীতে মানহীন বিস্কুট খেয়ে দুই শিশু হাসপাতালে তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার জরিমানা এটি কালভার্ট নাকি সেতু মরা নদী আবার মরবে! ভৈরবে বিদ্যালয় ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ কুলিয়ারচরে শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে দুই মোটরসাইকেল আরোহী গুলিবিদ্ধ ভৈরবে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা ভৈরবে স্বাস্থ্য কমপ্লেক্সের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের বিদায় সংবর্ধনা হোসেনপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত ১, গুরুতর আহত ২ নিকলীতে উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন ধর্ষণ মামলার তদন্ত চলছে সৈয়দ নজরুল হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ওএসডি সাবেক সিএস পরিচালক

ভৈরবের সাঁতার ও নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

# মো. আলাল উদ্দিন :-
ভৈরব উপজেলার কালিপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ ৩১ আগস্ট রোববার বিকেল ৪টায় মেঘনা নদীর বাদশা বিলে প্রতিযোগিতার আয়োজন করেন ভৈরব কালিপুর ছাত্র -যুবক পরিষদ।
ওই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শবনম শারমিন। উদ্বোধক ছিলেন, ভৈরব পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র হাজী মো. শাহীন। পরে প্রধান অতিথি ও উদ্বোধকসহ অন্যান্য অতিথিরা বেলুন উড়িয়ে নৌকা বাইচের উদ্বোধন করেন।
প্রথমে সাঁতার প্রতিযোগিতা শুরু হয়। ওই সাঁতার প্রতিযোগিতায় স্কুল ও মাদ্রাসা পর্যায়ের প্রথম হন জিসান, দ্বিতীয় হন নাঈম এবং তৃতীয় হন রক্সী আহমেদ। পরে উন্মুক্ত সাঁতার প্রতিযোগিতায় প্রথম হন মমিনুল হক, দ্বিতীয় হন লিয়ন ও তৃতীয় স্থান লাভ করেন ইমরান।
নৌকা বাইচ ও সাঁতার প্রতিযোগিতাকে ঘিরে বিলের তিন পাশে কয়েক হাজার মানুষের ঢল নামে। নৌকা বাইচ প্রতিযোগিতায় ভৈরবের বিভিন্ন এলাকা থেকে আসা ১০টি দল দুইটি গ্রুপে অংশ নেয়। ওই দুটি গ্রুপ থেকে বিজয়ীদের নিয়ে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম হন ভৈরব সেতু, দ্বিতীয় হন কাঠালিয়ার বাড়ি এবং তৃতীয় হন ঐক্য আলো নামে নৌকা বাইচ দল। এসময় উপস্থিত দর্শকরা উল্লাসধ্বনি ও করতালির মাধ্যমে নৌকার মাঝিদের উৎসাহিত করেন।
প্রতিযোগিতা শেষে বিজয়ী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন ও উদ্বোধক সাবেক পৌর মেয়র হাজী মো. শাহীন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব আল মামুন, ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব জাহিদুল হক জাবেদ, ভৈরব কালীপুর হাইস্কুলের সভাপতি ও সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী গোলাম মাহবুব, নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিন প্রমুখ। ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র যুবক পরিষদের সভাপতি মো. এনামুল হক। অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন, ছাত্র যুবক পরিষদের সাধারণ সম্পাদক রাজন আহমেদ আয়োজক কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন মো. মিয়া ও শৃংখলা কমিটির আহবায়ক ছিলেন রেদোয়ান আহমেদ। এছাড়াও সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য, স্ট্যান্ডিং কমিটির সদস্য, উপদেষ্টা পরিষদের সদস্য ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *