# মোহাম্মদ খলিলুর রহমান :-
পরিচিতি ও জন্ম
ভাগ্য, সততা, পরিশ্রম ও আস্থা নিয়ে একজন মানুষ কতটা মহীয়ান ও গৌরবময় হতে পারেন, তা আলহাজ্ব জহুরুল ইসলাম নিজেই প্রমাণ করেছেন। তিনি ১৯২৮ সালের ১ আগস্ট কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার ভাগলপুর গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আলহাজ্ব আফতাব উদ্দিন আহমেদ, যিনি ১৯৫৮-১৯৬১ সালে বাজিতপুর পৌরসভার চেয়ারম্যান ছিলেন। তাঁর দাদা হাফেজ আব্দুর রাজ্জাক ছিলেন স্থানীয় সুপরিচিত ব্যক্তিত্ব। মা মোসা. রহিমা খাতুন ছিলেন মহীয়সী দানবীর নারী।
বংশপরিচয়
আলহাজ্ব জহুরুল ইসলামের পূর্বপুরুষ ছিলেন ভাগল খাঁ। বিভিন্ন জনশ্রুতি অনুযায়ী, ভাগল খাঁ মুঘল আমলে দিল্লী থেকে এই অঞ্চলে আগমন করেন। তাঁর সঙ্গে তাঁর ভ্রাতারা—পৈলান খাঁ, দেলোয়ার খাঁ ও এসেছিলেন। স্থানীয় বসবাসের নাম অনুযায়ী, বায়েজিদপুর থেকে বাজিতপুর, ভাগলপুর, পৈলানপুর, দিলালপুর বর্তমান নামগুলো গড়ে ওঠে।
দ্বিতীয় জনশ্রুতি অনুযায়ী, বায়েজিদ খাঁকে হাওর অঞ্চলে ঈশা খাঁর অগ্রগতিকে রোধ করার জন্য প্রেরণ করা হয়েছিল। তিনি তাঁর তিন ভাইকে নিয়ে বাজিতপুরে এসে স্থায়ীভাবে বসতি স্থাপন করেন।
শৈশব ও শিক্ষা
ছোট বেলায় জহুরুল ইসলাম ছিলেন বিনয়ী, মিশুক ও দুরন্ত প্রকৃতির। সমবয়সীদের সঙ্গে খেলাধুলায় এবং গরীব-দুঃখীদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে তার স্বভাব প্রেরণাদায়ক ছিল। তিনি স্থানীয় স্কুলে পড়াশোনা শুরু করেন, পরে সরারচর শিবনাথ হাই স্কুল ও বাজিতপুর হাই স্কুলে ভর্তি হন। পরবর্তীতে চাচার সঙ্গে কলকাতায় গিয়ে রিপন হাই স্কুলে ইংরেজি মিডিয়ামে ম্যাট্রিকুলেশন সম্পন্ন করেন। বর্ধমান কলেজে ভর্তি হওয়ার পর কিছুদিন সেখানে পড়াশোনা করেন, পরে মুন্সীগঞ্জ হরগঙ্গা কলেজে ভর্তি হন। আর্থিক অস্বচ্ছলতার কারণে উচ্চ শিক্ষা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি।
চাকরি ও ব্যবসা
১৯৪৮ সালে তিনি মাসিক ৮০ টাকায় C&B এর ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট হিসেবে চাকরি শুরু করেন। তিন বছর সুনামের সঙ্গে চাকুরী করার পর ১৯৫১ সালে পদত্যাগ করেন। পিতার ব্যবসায় যুক্ত হয়ে তিনি নিজেই প্রথম শ্রেণির ঠিকাদার হিসেবে স্বীকৃতি পান।
তিনি কঠোর শ্রম, মেধা ও ধৈর্য দিয়ে দেশের সরকারি ও বেসরকারি বড় বড় ভবন, রাস্তা-ঘাট নির্মাণ করেন।
ব্যবসায়িক প্রতিষ্ঠান
শুধু বাংলাদেশ নয়, সমগ্র বিশ্বে প্রথম শ্রেণির ঠিকাদার হিসেবে সুনাম কুড়ান। পাশাপাশি বিভিন্ন ব্যবসায় মনোনিবেশ করেন। তাঁর প্রতিষ্ঠিত ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো হলো:
১. ইষ্টাণ হাউজিং লিমিটেড
২. নাভানা গ্রুপ লিমিটেড
৩. আফতাব অটোমোবাইলস
৪. নাভানা ইন্ডাস্ট্রিজ লিমিটেড
৫. ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল লিমিটেড
৬. ঢাকা ফাইবার্স লিমিটেড
৭. নাভানা ফার্মাসিউটিক্যাল লিমিটেড
৮. দি মিলনার্স ইঞ্জিনিয়ারিং লিমিটেড
৯. ইষ্টার্ণ এষ্টেটস লিমিটেড
১০. ভাগলপুর ফার্মস লিমিটেড
১১. মিলনার্স টিউব ওয়েলস লিমিটেড
১২. এসেনশিয়াল প্রডাক্টস লিমিটেড
১৩. ইসলাম ব্রাদার্স প্রোপার্টিজ লিমিটেড
১৪. জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল
১৫. আফতাব বহুমুখী ফার্মস লিমিটেড
১৬. আফতাব কারখানা
১৭. বেঙ্গল ডেভেলপমেন্ট করপোরেশন লিমিটেড
১৮. দি রিভার ভিউ লিমিটেড
১৯. ইষ্টার্ণ এষ্টেট লিমিটেড
২০. আলস লিমিটেড
২১. আল-হামরা গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড
২২. আফতাব ফুড প্রডাক্টস লিমিটেড
২৩. আইএফআইসি ব্যাংক লিমিটেড
২৪. উত্তরা ব্যাংক লিমিটেড
বিবাহ ও পরিবার
১৯৫৬ সালে তিনি সুরাইয়া বেগমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের প্রথম সন্তান হলো মঞ্জুরুল ইসলাম (বাবলু)। পরবর্তীতে জন্ম নেন চার কন্যা—
১. সাঈদা ইসলাম (বেবী)
২. মাফিদা ইসলাম (শিমি)
৩. নাইমা ইসলাম (ইমা)
৪. কানিজা ইসলাম (কানিতা)
আত্মীয়-পড়ায়ন ও দানশীলতা
ছোটবেলা থেকেই জহুরুল ইসলাম মুক্তমনা ও সহায়ক ছিলেন। তিনি আত্মীয়স্বজন, বন্ধু ও এলাকার মানুষদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করার বিভিন্ন পদক্ষেপ নেন। বাজিতপুরে গড়ে তোলা হয় জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও নার্সেস ট্রেনিং ইনস্টিটিউট, ভাগলপুরে উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান। তিনি কখনও একা খেতে বসতেন না; আত্মীয় ও এলাকার মানুষদের সঙ্গে খেয়ে আনন্দিত হতেন।
ধর্মপ্রাণতা
জহুরুল ইসলাম ছিলেন ধার্মিক মুসলমান। তিনি নিয়মিত নামাজ, রোজা, হজ্ব ও যাকাত পালন করতেন। তিনি কোনোরকম মাদকের ব্যবহার করতেন না। প্রতি বছরও ওমরাহ করতেন এবং হজ্বকে পুণ্যসঞ্চয়ের মতো মানতেন। তিনি মসজিদ নির্মাণ ও ইমামের ব্যবস্থা নিশ্চিত করতেন এবং যাকাত প্রদানে সর্বদা অগ্রগামী ছিলেন।
আন্তর্জাতিক কর্মকাণ্ড
অধ্যবসায়, সততা ও কর্মক্ষমতার কারণে তিনি বাংলাদেশের সীমানা পেরিয়ে বিশ্ব দরবারে ব্যবসায়িক স্বীকৃতি পান। ১৯৭১ সালে লন্ডনে অফিস খোলেন, মধ্যপ্রাচ্যে ৯০ কিলোমিটার রাস্তা নির্মাণ, আবুধাবীতে ৫০০০ বাড়ি, ইরাকে আধুনিক ইট কারখানা, ইয়েমেনে উপশহর ও গেস্টহাউস নির্মাণ করেন। এই সময় তিনি বাংলাদেশের শ্রমিকদের জন্য বিদেশে কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
নগরায়ন ও বসবাসের উন্নয়ন
ঢাকার নগরায়নে তিনি আধুনিক আবাসিক প্রকল্প তৈরি করেন—ইষ্টার্ণ হাউজিং, ইষ্টান টাওয়ার, ইষ্টান ভিউ, ইষ্টান পয়েন্ট, ইষ্টান ভেলী, ইষ্টান নিকুঞ্জ। এছাড়া পল্লবী, আফতাব নগর, রূপ নগর, বনশ্রী, নিকেতন, মহানগর, গাড়াডোগা, মাদারটেক, মায়াকুঞ্জ প্রভৃতি আবাসিক প্রকল্প তৈরি করেন।
ঢাকার চাপ কমাতে সাভারে ১২০০ একর, অন্যান্য স্থানে ১৫০০ একর জমি কিনে উপশহর গড়ার পরিকল্পনা গ্রহণ করেন।
জনকল্যাণমূলক কার্যক্রম
জহুরুল ইসলামের জনকল্যাণমূলক উদ্যোগের মধ্যে উল্লেখযোগ্য—
* জহুরুল ইসলাম এডুকেশন কমপ্লেক্স: শতাধিক স্কুল, কলেজ ও মাদ্রাসা
* জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও নার্সেস ট্রেনিং ইনস্টিটিউট
* মাজেদুল ইসলাম শিক্ষা কল্যাণ ট্রাস্ট: গরীব ও মেধাবী ছাত্রদের সহায়তা
* ঢাকাস্থ বাজিতপুর সমিতি, কিশোরগঞ্জ সমিতি, বৃহত্তর ময়মনসিংহ সমিতি, মোহামেডান স্পোর্টিং ক্লাব-এর বড় দাতা
* ১৯৭৪ সালের দুর্ভিক্ষে কিশোরগঞ্জে ২০০টি লঙ্গরখানা
* বেকার যুবকদের জন্য বিদেশে কর্মসংস্থান সৃষ্টি
স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা
ভাটির প্রবেশ মুখে গড়ে তোলা জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও নার্সিং হোম, যেখান থেকে হাজার হাজার রোগী চিকিৎসা পান।
খাদ্যশস্য উৎপাদনে তিনি পুষ্টিকর ডিম, মুরগী, মাছ, দুধ, শাক-সবজি সরবরাহ নিশ্চিত করেছেন। শত শত খামার থেকে দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ হয়।
রাস্তা-ঘাট ও যোগাযোগ
বাজিতপুরে নতুন রেলস্টেশন, রাস্তা উন্নয়ন ও বাস সার্ভিসের মাধ্যমে ঢাকা-ভাগলপুর-কিশোরগঞ্জ রুটে সুবিধাজনক যাতায়াত নিশ্চিত করেন। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও মধ্যম আকারের শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলেন।
বাজিতপুরকে জেলা করার স্বপ্ন
স্বাধীনতা পরবর্তী সময়ে, জহুরুল ইসলাম বাজিতপুরকে জেলা ঘোষণা করার যৌক্তিকতা রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। কিন্তু রাজনৈতিক পরিস্থিতি ও স্থানীয় বিরোধিতার কারণে তাঁর জীবদ্দশায় বাজিতপুর জেলা হয়ে ওঠেনি। তিনি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন, যদি জেলা ঘোষণা করা হয়, নিজস্ব খরচে জেলা প্রশাসক কার্যালয়, জজকোর্ট ভবন, অন্যান্য জেলা অফিস ও কর্মকর্তাদের বাসা নির্মাণ করবেন।
মৃত্যু ও স্মৃতিচারণ
১৯৯৫ সালের ১৯ অক্টোবর রাত ২:৩০ মিনিটে ৬৭ বছর বয়সে তিনি ইহলোক ত্যাগ করেন। লাশ জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সরকারি-বেসরকারি শত শত মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানাতে ভীড় জমায়। এরপর গুলশানের বাড়ি ও বাংলাদেশ জাতীয় মসজিদে নামাজের পর ভাগলপুরে নেওয়া হয়।
গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেও হাজার হাজার মানুষের উপস্থিতি যেন এক সমুদ্র সৃষ্টি করেছিল। তিনি চলে গেলেও রেখে গেছেন শত শত স্থাপনা, শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠান। বাজিতপুরবাসী স্পর্শ করে দেখেন, তাঁর অবদান কত বড় ও স্থায়ী। ইতিহাস বলবে—
“তুমি আমাদের শ্রেষ্ঠ সন্তান। তোমাকে নিয়ে গৌরব করি। তুমি বেঁচে থাকবে যুগ যুগ ধরে বাংলায়।”