# মোস্তফা কামাল :-
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় বীর ঈশা খাঁর দ্বিতীয় রাজধানী নামে খ্যাত জঙ্গলবাড়িতে প্রত্নতত্ত্ব অধিদপ্তর দেড়মাস ধরে প্রাচীন ইতিহাসের সন্ধানে খনন কাজ চালাচ্ছে। কিছু ভূগর্ভস্থ ইটের স্থাপনা ও প্রত্ন সামগ্রির সন্ধানও মিলেছে। প্রত্ন সামগ্রির মধ্যে রয়েছে তখনকার ব্যবহৃত মৃৎপাত্র, পটারি, লোহার খণ্ডাংশসহ বিভিন্ন সামগ্রি। এগুলি চতুর্দশ শতাব্দী ও পঞ্চদশ শতাব্দীর হতে পারে বলে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তাদের ধারণা।
৩ মে শনিবার ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, প্রত্নতত্ত্ব অধিদপ্তর ময়মনসিংহ আঞ্চলিক পরিচালকের কার্যালয়ের ফিল্ড অফিসার সাবিনা ইয়াসমিন, গবেষণা কর্মকর্তা নূর মোহাম্মদসহ কয়েকজন কর্মকর্তা অভিজ্ঞ শ্রমিকদের দিয়ে খনন কাজ করাচ্ছেন। এদের মধ্যে আব্দুল মোতালেব সরকারের নেতৃত্বে বগুড়ার মহাস্থানগড়ের ৬ জন অভিজ্ঞ শ্রমিক আছেন। তাঁরা দেশের বিভিন্ন জায়গায় এসব প্রত্নতাত্ত্বিক খনন কাজে অংশ নেন। তাঁদের সহায়তা করছেন স্থানীয় ৫ জন শ্রমিক। এখানকার কাজ শেষ করে মোতালেব সরকারের দল পঞ্চগড়ের একটি খনন কাজে অংশ নেবে বলে তাঁরা জানিয়েছেন।
সাবিনা ইয়াসমিন ও নূর মোহাম্মদ জানান, গত ১৬ মার্চ থেকে তাঁরা এখানে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা এবং সহকারী পরিচালক হালিমা আফরোজের নেতৃত্বে কাজ শুরু করেছেন। ঈশা খাঁর বাড়ির এক সংস্কার করা ভবনে তাঁরা বসবাস করছেন। তাঁরা ঈশা খাঁর মূল বাড়ির লাগোয়া দক্ষিণ পাশে একজন প্রত্ন বিজ্ঞানীর নামানুসারে ‘এরিসমেট্রিকস’ পদ্ধতিতে একেকটি ৬ ফুট দৈর্ঘ্য ও ৬ ফুট প্রস্থের জায়গা ধরে খনন করাচ্ছেন। জায়গাটি সমতল ও পতিত ছিল। এখন পর্যন্ত প্রায় ৪ ফুট গভীর অবধি খনন হয়েছে। তাতেই স্থাপনার সন্ধান মিলেছে। সাথে পোড়া মাটির পাত্র, প্রলেপযুক্ত মৃৎপাত্র, পটারি, লোহার খণ্ডাংশসহ বিভিন্ন প্রত্ন সামগ্রিও পাওয়া গেছে। এখনই স্থাপনাটির চরিত্র বোঝা যাচ্ছে না। এটি বৈঠকখানা হতে পারে, আবাসস্থল হতে পারে, সৈনিকদের ব্যারাক হতে পারে, ঘোড়ার আস্তাবল হতে পরে। আরও গভীরে যাওয়ার পর কিছুটা স্পষ্ট হতে থাকবে বলে জানিয়েছেন এ দুই কর্মকর্তা।
তাঁরা জানান, খননের আগে জরিপ করা হয় সেখানে কোন ঢিবি আছে কি না, কোন স্থাপনার লক্ষণ বোঝা যায় কি না, কোন প্রত্ন সামগ্রি বা প্রাচীন আমলের কোন ইট পড়ে আছে কি না, বা কোন লিখিত ইতিহাস বা কিংবদন্তী গল্প আছে কি না। এসব প্রামাণ্য আলামত আর ইতিহাস দেখেই খননের সিদ্ধান্ত নেওয়া হয়। তাঁরা জানান, এখানে যেসব আলামত পাওয়া গেছে, তাতে মনে হয় এগুলি চতুর্থদ শতাব্দীর শেষ বা পঞ্চদশ শতাব্দীর শুরুর দিককার সুলতানি আমলের। তবে উন্নত বিশ্বে ‘কার্বন-১৪ (সি-১৪)’ পদ্ধতির মাধ্যমে প্রাপ্ত সামগ্রি থেকে বয়স নির্ধারণ করা হয়ে থাকে বলে কর্মকর্তা সাবিনা ইয়াসমিন ও নূর মোহাম্মদ জানিয়েছেন।
তাঁরা জানান, এখানে আগে রাজত্ব করতেন লক্ষণ হাজরা। তাঁকে পরাস্ত করে ঈশা খাঁ রাজত্ব কায়েম করেন ১৫৮১ সালে। কাজেই ঈশা খাঁর আগেও এখানে বসতি ছিল। ফলে খনন করে প্রাপ্ত স্থাপনা ও বিভিন্ন সামগ্রি বিশ্লেষণ করে গবেষণা করে দেখা হবে সেই সময়কার জনবসতির ধরন, জীবনযাত্রা ও সংস্কৃতির ধরন এবং রাজনৈতিক জীবন কেমন ছিল। গবেষণার ফলাফল জার্নালের মাধ্যমে প্রকাশ করা হবে।
তাঁরা আরও জানান, প্রত্নতত্ত্ব অধিদপ্তর ঈশা খাঁর বাড়িকে কেন্দ্র করে সাড়ে ৯ একর জায়গা অধিগ্রহণ করেছে। এখানে স্থানীয়দের বেশ কিছু বাড়ি আছে। কেউ কেউ এরই মধ্যে বাড়ি সরিয়ে নিয়ে গেছেন। বাকিরাও কিছুদিনের মধ্যেই অন্যত্র চলে যাবেন। পুরো এলাকাটি জরিপ করে প্রয়োজনে আরও খনন কাজ করা হবে। এরপর একটি পর্যটন কেন্দ্রও হতে পারে।
ক্ষুদ্র ব্যবসায়ী হারুন মিয়ার স্ত্রী অনুফা বেগম জানান, এখানে তাঁদের বাড়িসহ ১৮ শতাংশ জায়গা সরকার অধিগ্রহণ করেছে। তবে দাম ভালই পেয়েছেন। এখানকার জয়গার সরকারি মূল্য ৬৮ হাজার টাকা শতাংশ। সরকার দিয়েছে দুই লাখ টাকা শতাংশ করে। বাড়ির কাছেই কৃষি জমি আছে। কয়েক দিনের মধ্যেই পুরনো এই বাড়ি ছেড়ে জমি ভরাট করে নতুন বাড়ি নির্মাণ করবেন।
ঈশা খাঁর মূল বাড়িতে এখনও সেই আমলের ইটের জরাজীর্ণ দালান রয়েছে। তবে ২০০৬ সাল থেকে প্রত্নতত্ত্ব অধিদপ্তর বাড়িটির দায়িত্ব নেওয়ার পর ঈশা খাঁর দরবার হল এবং মসজিদের সংস্কার করা হয়েছে। বর্তমানে ঈশা খাঁর বাড়িতে বসবাস করছে তাঁর ১৫তম বংশধর। সেই পরিবারের একজন দেওয়ান জামাল দাদ খান দেলোয়ার (৫০)। তিনি চার ভাই ও তিন বোনের মধ্যে দ্বিতীয়। তিনি জানান, ঈশা খাঁর আমলের জায়গাজমির অধিকাংশই বেদখল হয়ে গেছে। এখনও তাঁরা ২৭ একর ভূমির খাজনা পরিশোধ করেন। কিন্তু ভোগদখল করছেন মাত্র ৬ একর। এসব জায়গাজমি উদ্ধারে আদালতে মামলা চলছে। ঈশা খাঁর বাড়ির সামনে তখনকার নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ২০ একর ৭২ শতাংশের একটি বৃত্তাকার পরিখা রয়েছে। এর মধ্যে মাত্র ৪০ শতাংশের মত জায়গা ঈশা খাঁর বর্তমান বংশধরের দখলে আছে। বাকি সবটুকু বেদখল হয়ে গেছে। সেটি উদ্ধার করে খননের মাধ্যমে নৌ ভ্রমণের ব্যবস্থা করা যেতে পারে। তাতে সরকারের রাজস্ব আসতো বলে মনে করেন জামাল দাদ খান। তবে এখন পরিবারটি ভয়ে আছে, পর্যটন কেন্দ্র হলে তাঁদেরকে সরকার বাড়ি থেকে সরিয়ে অন্যত্র পুনর্বাসন করে কি না। জামাল দাদ খান সরকারের কাছে আবেদন জানিয়েছেন, যেন তাঁদের পরিবারকে অন্যত্র পুনর্বাসন না করে পূর্বপুরুষের এই ঐতিহাসিক বাড়িতেই থাকতে দেওয়া হয়।
ঈশা খাঁ মারা গিয়েছিলেন গাজীপুরের কালিগঞ্জের বখতিয়ারপুরে। সেখানেই তাঁর সমাধি রয়েছে বলে জানালেন জামাল দাদ খান।