• শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা আগামী ১৬ সেপ্টেম্বর বাজিতপুরে ‘জুলাই যোদ্ধা’ রাকিব হত্যার এক মাসেও গ্রেপ্তার হয়নি কেউ, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ৬৩ জন কৃষক ঋণ গ্রহন না করেও ঋণ খেলাপী, ভৈরব জনতা ব্যাংকের ম্যানেজারসহ দুইজন বরখাস্ত ইমুতে ৩ মাসের পরিচয়: অতঃপর ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার ময়মনসিংহের আওয়ামী লীগ নেতা অনু কিশোরগঞ্জে গ্রেপ্তার কিশোরগঞ্জে ৯ বছর পর হচ্ছে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন কাউন্সিলর ২১০৭ কুলিয়ারচরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার কটিয়াদীতে মানহীন বিস্কুট খেয়ে দুই শিশু হাসপাতালে তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার জরিমানা এটি কালভার্ট নাকি সেতু মরা নদী আবার মরবে! ভৈরবে বিদ্যালয় ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ

পাকুন্দিয়ায় দিনে দুপুরে শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি

# রাজন সরকার :-
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় তালা ভেঙে এক শিক্ষকের ফ্ল্যাট বাসায় দিনে দুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ১৬ আগস্ট শনিবার সকাল ১১টার দিকে পাকুন্দিয়া পৌরসদরের পোস্ট অফিস সংলগ্ন একটি বাসায় এ দুর্ধর্ষ চুরির ঘটনাটি ঘটে। এ সময় নগদ ২০ হাজার টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের।
খবর পেয়ে দুপুর ২টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন।
জানা যায়, পৌরসদরের পোষ্ট অফিস সংলগ্ন সজিবের তিনতলা বিল্ডিং এর দুতলায় ভাড়ায় থাকেন পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আল আমিন। এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য বড় মেয়ে প্রভাকে নিয়ে স্ত্রী বর্তমানে ময়মনসিংহে থাকেন। শিক্ষক আল আমিন তার ছোট মেয়ে নাভাকে নিয়ে বাসায় থাকেন।
শিক্ষক আল আমিন বলেন, শনিবার সকাল ৯টা দিকে প্রথমে আমি বাসা থেকে বের হয়ে স্কুলে যাই। পরে সকাল সাড়ে ১০টার দিকে ছোট মেয়ে নাভা মূল দরজায় তালা দিয়ে মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে যায়। পৌনে ১২টার দিকে বাসায় গিয়ে ঘরের তালা ভাঙা দেখতে পাই। এ সময় ঘরে প্রবেশ করে দেখি সব আসবাবপত্র তছনছ অবস্থায় পড়ে আছে। এরপর আলমিরার গোপন ড্রয়ার ভাঙা, তাতে রাখা নগদ ২০ হাজার টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার নেই। চুরির ঘটনাটি সকাল ১১টা থেকে পৌনে ১২টার মধ্যে সংঘটিত হয়েছে বলে তিনি ধারণা করেন।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন জানান, চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এই বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। তবে চুরির বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *