# নিজস্ব প্রতিবেদক :-
বীমা কর্মীদের সাফল্যে গলায় পরানো হলো টাকার মালা। কর্মীদের কাজের সাফল্যে স্বীকৃতি ও অন্যদের উদ্বুদ্ধ করার জন্য পুরস্কারের ক্ষেত্রে এই নতুনত্ব আনা হয়েছে বলে জানিয়েছেন বীমা কর্মকর্তাগণ। কিশোরগঞ্জে গতকাল বুধবার ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির জনবীমা বিভাগের দিনব্যাপী ব্যবসা পর্যালোচনা সভায় এভাবেই সর্বাধিক গ্রাহক তৈরি ও সর্বাধিক প্রিমিয়াম সংগ্রহের স্বীকৃতিস্বরূপ ৮ কর্মীকে পুরস্কৃত করা হয়।
শহরের ঈশাখাঁ সড়কের জেলা কার্যালয়ে জিএম মনিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কোম্পানির সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট (উন্নয়ন) হেলাল আহমেদ, আর বিশেষ অতিথি ছিলেন গাজীপুর এরিয়া প্রধান সহকারী ভাইস-প্রেসিডেন্ট (উন্নয়ন) মোহাম্মদ আলফাজ হোসেন। কর্মকর্তাগণ বলেন, সারা দেশে এই বীমা কোম্পানির তিন হাজার ৩০০ অফিস আছে, যা অন্য কোন কোম্পানির নেই। গুগলকে প্রশ্ন করলেও বলে দেবে, দেশের বেসরকারি বীমা কোম্পানিগুলোর মধ্যে ন্যাশনাল লাইফ সবচেয়ে বড় কোম্পানি। এই কোম্পানি যেমন বিশ্বস্ততার সাথে কাজ করছে, মুনাফাও বেশি দিচ্ছে। যে কারণে দিন দিনই এই কোম্পানির প্রসার ঘটছে। সভায় সফল বীমা কর্মী লিপি রাণী ঘোষ, পারুল আক্তার, আল মামুন, মোছা. খাদিজা আক্তার, সেবিনা আক্তার, মাহমুদা আক্তার, সেলিনা বেগম ও সাগির মিয়াকে তাদের সাফল্যের স্বীকৃতিস্বরূপ প্রত্যেকের গলায় পুরস্কার হিসেবে টাকার মালা পরিয়ে দেওয়া হয়। সেই সাথে আগামী দিনের সাফল্যের জন্য আরও কিছু পুরস্কারের প্যাকেজ ঘোষণা করা হয়। সভায় সারা জেলার ১০০ জন বীমা কর্মী অংশ নিয়েছিলেন বলে কর্মকর্তাগণ জানিয়েছেন।