# রাজন সরকার :-
‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। ১২ আগস্ট মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য যুব র্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. বিল্লাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইদ্রিস আলী সরকার, একাডেমিক সুপারভাইজার শারফুল ইসলাম প্রমুখ।
পরে গবাদীপশু ও হাঁসমুরগী পালনের জন্য চারজন সফল আত্মকর্মীকে ৩ লক্ষ টাকা ঋণ বিতরণ করা হয়।