# মোস্তফা কামাল :-
সরকারের কৃষি বিষয়ক জাতীয় সমন্বয় ও পরামর্শক কমিটি সার ডিলার নিয়োগে নতুন নীতিমালা অনুমোদন করেছে। এটি ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৫’ নামে অনুমোদন করে ১৩ নভেম্বর বৃহস্পতিবার বাস্তবায়নের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রোববার থেকে নতুন নীতিমালা কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। নতুন নীতিমালা অনুসারে বিসিআইসি ও বিএডিসি ডিলারদের একীভূত করা হয়েছে। আগে বিসিআইসির ডিলাররা ইউরিয়া ও ননইউরিয়া সারের বরাদ্দ পেলেও বিএডিসির ডিলাররা কেবল বরাদ্দ পেতেন নন ইউরিয়া সারের। এখন থেকে সকল ডিলার ইউরিয়া ও ননইউরিয়া সার সমহারে বরাদ্দ পাবেন বলে জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ও জেলা সার-বীজ মনিটরিং কমিটির সদস্য সচিব ড. সাদিকুর রহমান।
এদিকে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) নতুন নীতিমালা বাতিল করে পুরনো নীতিমালা বহাল রাখার দাবিতে আজ রোববার হাইকোর্টে রীট করবে বলে জানিয়েছেন কিশোরগঞ্জ জেলা বিএফএ সাধারণ সম্পাদক হাফেজ খালেকুজ্জামান। এ নিয়ে সংগঠনের কেন্দ্রীয় নেতাদের সাথে কথা হয়েছে বলেও তিনি জানিয়েছেন। খালেকুজ্জামান বলেছেন, বিএডিসির ডিলাররা লাইসেন্স পাবার জন্য জামানত দিতেন মাত্র ২৫ হাজার টাকা করে। তাদের গুদামও নেই। কিন্তু বিসিআইসির ডিলাররা জামানত দিয়েছেন দুই লক্ষ টাকা করে। তাদের প্রত্যেকের একাধিক গুদাম রয়েছে। তবে খালেকুজ্জামানের বক্তব্য নাকচ করে দিয়ে জেলা বিএডিসির ডিলার সমিতির সভাপতি সামিউল হক ভূঁইয়া জানিয়েছেন, বিএডিসির ডিলারদেরও গুদাম রয়েছে। তাঁর নিজেরই চারটি গুদাম রয়েছে। তাছাড়া এখন থেকে সকল ডিলারদের পাঁচ লক্ষ টাকা করে জামানত দিতে হবে। ফলে ইউরিয়া ও ননইউরিয়া সার এখন সবাই সমহারে বরাদ্দ পাবেন। কাজেই নতুন নীতিমালা অনুসারে সকল বৈষম্যের অবসান হবে। তিনি আরও বলেন, নতুন নীতিমালা অনুসারে নগদ টাকায় সার বিক্রি হবে না। কৃষকরা নিজের কৃষক পরিচিতি নম্বর দিয়ে বিকাশ বা অনলাইনে সারের টাকা পরিশোধ করবেন। ফলে সরকারি মূল্যের চেয়ে এক টাকা বেশি নেওয়ার সুযোগ থাকবে না। কোন ডিলার চোরাই পথে বা নিজ এলাকার বাইরে এক কেজি সার বিক্রিরও সুযোগ পাবেন না। সব মন্ত্রণালয়ের কেন্দ্রীয় সার্ভারের মনিটরিংয়ের আওতায় থাকবে। এই মৌসুম থেকে দেশের হাওর অধ্যুষিত ৫০টি উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে অনলাইনে সার কেনার নিয়ম চালু করা হবে। পর্যায়ক্রমে সারা দেশেই এই নিয়ম চালু হবে।
সামিউল হক ভূঁইয়া আরও জানান, সরকার বছরে তিনবার কৃষি জমি সংক্রান্ত তথ্য আপডেট করবে। একজন মালিক তার কিছু জমি অন্যত্র বর্গা বা ইজারাও দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে এসব তথ্য আপডেট থাকলে প্রকৃত চাষীদের হাতে সার যাবে।
তবে নতুন নীতিমালা রোববার থেকে কার্যকর হলেও বিদ্যামান সাব-ডিলার বা খুচরা বিক্রেতারা আগামী ৩১ মার্চ পর্যন্ত পুরনো নিয়মে সার কেনাবেচা করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে। গত ১৪ অক্টোবর বিএফএ সার ব্যবহারের বর্তমান ভরা মৌসুম শেষে অংশিজনদের সাথে আলোচনা করে নতুন নীতিমালা কার্যকরের দাবিতে সারা দেশে স্থানীয় কর্তৃপক্ষের মাধ্যমে কৃষি উপদেষ্টা বরাবরে স্মারলিপি দিয়েছিল। কিশোরগঞ্জেও জেলা বিএফএ জেলা প্রশাসনের মাধ্যমে স্মারকলিপি দিয়েছিল। তাতে বলা হয়েছিল, প্রত্যেক ডিলার গড়ে প্রতি মাসে ৩০ লক্ষ থেকে ৬০ লক্ষ টাকার সার উত্তোলন করেন। তাদের কাছ থেকে সার নিয়ে যান খুচরা বিক্রেতারা। খুচরা বিক্রেতাদের কাছে প্রত্যেক ডিলারের ২০ লক্ষ থেকে ৩০ লক্ষ টাকা বকেয়া থাকে। খুচরা বিক্রেতারা কৃষকদের কাছে বাকিতে সার বিক্রি করেন, যা ফসল তোলার পর কৃষকরা পরিশোধ করেন। আবার খুচরা বিক্রেতারা সেই টাকা থেকেই ডিলারদের
পাওনা পরিশোধ করেন। যে কারণে প্রস্তাবিত নতুন নীতিমালা কার্যকরের ক্ষেত্রে কৃষকদের কাছ থেকে পাওনা টাকা আদায়ের সময় পর্যন্ত অপেক্ষা করার দাবি জানানো হয়েছিল। তা না হলে ডিলাররা বিপুল অংকের টাকার ক্ষতির মুখে পড়বেন বলে স্মাারকলিপিতে উল্লেখ করা হয়েছিল।
ইতোপূর্বে বিএডিসি ও বিসিআইসির ডিলারদের জন্য দুই রকমের ডিলার ব্যবস্থাপনা নীতিমালা ছিল। তখন এক উপজেলার ব্যবসায়ী অন্য উপজেলায় বিসিআইসির ডিলারশীপ নিতেন। এক পরিবারে একাধিক ডিলারও ছিলেন। কিছু বিএডিসি ডিলারও এরকম ছিলেন। ফলে সময়মত কৃষি এলাকায় সার না পৌঁছানোসহ চোরাই পথে বিক্রি এবং বাড়তি দামে বিক্রির অভিযোগ ছিল দীর্ঘদিনের। এভাবে একটি সিন্ডিকেট ব্যবস্থা তৈরি হয়েছিল। ফলে নতুন নীতিমালায় স্বচ্ছ দরপত্র, ডিজিটাল নজরদারি, ডিলার নিয়োগে নতুন যোগ্যতা নির্ধারণ, এক পরিবারে একাধিক ডিলারশিপ নিষিদ্ধকরণ এবং সাব-ডিলার নিয়োগ প্রথা বাতিলের মত পরিবর্তন আনা হয়েছে। দুই ধরনের ডিলারশিপ ব্যবস্থা বিলুপ্ত করে এখন একটি করা হয়েছে।
ইতোপূর্বে ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০০৯’ এবং পরবর্তীতে ‘বিএডিসির বীজ ডিলার হতে বিএডিসির সার ডিলার নিয়োগ ও সার বিতরণ পদ্ধতি এবং শর্তাবলী-২০১০’ প্রণয়ন করা হয়েছিল। এর ভিত্তিতেই এত বছর সার ডিলার নিয়োগ ও সার বিতরণ ব্যবস্থা পরিচালিত হচ্ছিল।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ও জেলা সার-বীজ মনিটরিং কমিটির সদস্য সচিব ড. সাদিকুর রহমান জানিয়েছেন, আাগমী ৩১ মার্চের পর থেকে সাব-ডিলার বলে কেউ থাকবেন না। এতদিন বিসিআইসি ও বিএডিসি ডিলাররা নন ইউরিয়া সার সমহারেই বরাদ্দ পেতেন। কিন্তু ইউরিয়া সারগুলো কেবল বিসিআইসি ডিলাররা পেতেন। এখন দুই ধরনের ডিলারকে একীভূত করার ফলে আগামী রোববার থেকে ইউরিয়া সারও সবাই সমহারে বরাদ্দ পাবেন। তিনি বলেন, কিশোরগঞ্জ থেকে এক পরিবার থেকে একাধিক ডিলার নিয়োগসহ ডিলার নিয়োগের অনিয়ম সম্পর্কে আগেই মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে। তবে এখন কাকে কাকে বাদ দেওয়া হয়েছে, সেই তালিকা এখনও জেলায় আসেনি। হয়ত কিছুদিনের মধ্যেই তালিকা চলে আসবে বলে তিনি মনে করছেন। তিনি জানান, ইউনিয়ন পর্যায়ে সার বরাদ্দ সমন্বয় করতে বলা হয়েছে। অর্থাৎ, যারা আগে বরাদ্দ কম পেয়েছেন, তাদেরকে বরাদ্দ বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে এবারের বোরো এবং রবি মৌসুমে সার নিয়ে কোন সমস্যা হবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। তবে ইতোমধ্যে যেসব সাব-ডিলার মূল ডিলারদের কাছ থেকে সার সংগ্রহ করেছেন, সেসব সারের ক্ষেত্রে যেন টাকা উত্তোলনে ক্ষতিগ্রস্ত না হন, সেই কারণে ৩১ মার্চ পর্যন্ত পুরনো নিয়ম বহাল রাখা হয়েছ।