• সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ১২:৫৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ডাকাতি প্রস্তুতিকালে ভৈরবে শীর্ষ সন্ত্রাসী প্যারা রাব্বিসহ ৪ জন গ্রেপ্তার শাশুড়ির অত্যাচারে গৃহবধূর বিষপান, ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বামী ফেলে গেলেন স্ত্রীর মরদেহ ভৈরবে জুতার কারখানায় আকস্মিক আগুনে ৬ দোকান পুড়ে ছাই কুলিয়ারচরে জিয়া পরিষদে অগ্নিকাণ্ড ২৯ জনের নাম উল্লেখসহ ৩০/৪০ জনকে আসামি করে মামলা ফুলেল শুভেচ্ছা ও নিসচা পরিবারের ভালোবাসায় সিক্ত দেশসেরা রোড ফাইটারে ভূষিত সাংবাদিক আলাল উদ্দিন নতুন সার ডিলার নীতিমালা অনুমোদন বাতিলের জন্য রীট করবে বিএফএ কিশোরগঞ্জে আওয়ামী লীগ ছাত্র লীগের দুই শীর্ষ নেতাসহ আটক ৪ কিশোরগঞ্জে রুশ বিপ্লব ও বাসদের (মার্ক্সসবাদী) প্রতিষ্ঠাবার্ষিকী স্ত্রী ও এক শিশুপুত্র রেখে মালদ্বীপে নৌদুর্ঘটনায় মারা গেলেন আলমগীর নিকলীতে পপির উদ্যোগে গ্লোবাল ডে অফ ক্লাইমেট অ্যাকশন পালিত

কুলিয়ারচরে জিয়া পরিষদে অগ্নিকাণ্ড ২৯ জনের নাম উল্লেখসহ ৩০/৪০ জনকে আসামি করে মামলা

# মো. নাঈমুজ্জামান নাঈম :-
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের মাধবদী নতুন বাজার এলাকায় জিয়া পরিষদ (বিএনপি অফিস) ভবনে অগ্নিসংযোগের ঘটনায় ২৯ জনের নাম উল্লেখ করে এবং আরও ৩০-৪০ জন অজ্ঞাতনামাকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।
যুবদল নেতা মো. রাসেল মিয়া বাদী হয়ে ১৬ নভেম্বর রোববার রাতে কুলিয়ারচর থানায় এ মামলা দায়ের করেন। তিনি ছয়সূতী ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি।
মামলায় ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রেনু মিয়াকে প্রধান আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়, গত ১৫ নভেম্বর শনিবার রাত আনুমানিক দেড়টার দিকে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা জিয়া পরিষদের দু’চালা টিনশেড অফিসে আগুন ধরিয়ে দেয়। এসময় অফিসের প্লাস্টিকের চেয়ার, কাঠের টেবিল, অফিসিয়াল চেয়ার, বাঁশের ধর্না, সিলিং ফ্যান, ৪২ ইঞ্চি এলইডি টিভি, বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দের ছবি এবং অন্যান্য মালামাল ভাঙচুর করে আগুনে পুড়িয়ে ফেলা হয়।
অগ্নিকাণ্ডে অফিসের সমস্ত কাগজপত্রসহ প্রায় ৩ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে বাদী তার অভিযোগে উল্লেখ করেন।
এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম বলেন, জিয়া পরিষদে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *