# ইশতিয়াক আহমাদ শৈভিক :-
“প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বের অগ্রগতি”- এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভৈরবে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, যুবদের মধ্যে গাছের চারা ও ঋণ বিতরণ, যুবদের শপথ বাক্য পাঠ, মাছের পোনা অবমুক্ত করণসহ দিনব্যাপী নানান কর্মসূচির আয়োজন করা হয়। ১২ আগস্ট মঙ্গলবার বেলা ১১টায় ভৈরব উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা বেগম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয় বনিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রিফ্ফাত জাহান ত্রপা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সামসুন নাহার তাসমিন, উপজেলা সমবায় কর্মকর্তা রুবাইয়া বেগম, উপজেলা একাডেমিক সুপারভাইজার স্বপ্না বেগম এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নুরুন্নাহার বেগম প্রমুখ।
অনুষ্ঠানে মাদকবিরোধী শপথ পাঠের মাধ্যমে তরুণ সমাজকে সঠিক পথে এগিয়ে নেওয়ার অঙ্গীকার করা হয়। পরে যুবদের হাতে প্রশিক্ষণ সনদ, ফলজ গাছের চারা এবং আটজনের মাঝে মোট ৪ লক্ষ ৮০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করেন অতিথিরা। একই সঙ্গে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এসব কার্যক্রমে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন বলেন, যুবরাই উন্নয়ন ও উৎপাদনের প্রধান হাতিয়ার। বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামে যেমন তারা অগ্রণী ভূমিকা রেখেছে, তেমনি প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ ও কর্মসংস্থানের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার সম্ভাবনাও তাদের হাতেই নিহিত। তিনি আরও বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর আধুনিক বিজ্ঞানমনস্ক কারিগরি প্রশিক্ষণ, প্রশিক্ষণোত্তর আর্থিক সহায়তা ও উপকরণ প্রদান করে যুবদের মানবসম্পদে পরিণত করতে কাজ করে যাচ্ছে।
দিবসটি উপলক্ষে আয়োজন করা এই কর্মসূচিগুলো তরুণদের মনে নতুন উদ্যম ও দায়িত্ববোধ জাগিয়ে তুলেছে। প্রযুক্তি নির্ভর দক্ষতা, আত্মকর্মসংস্থান এবং সামাজিক সেবামূলক কাজে যুবদের সম্পৃক্ত করার মাধ্যমে ভৈরবসহ সমগ্র দেশের উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা হবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।