# নিজস্ব প্রতিবেদক :-
ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, সার্জিস আলমদের আন্দোলনের কারণে খালেদা জিয়া বিদেশে চিকিৎসার সুযোগ পেয়েছেন। সার্জিস আলমদের আন্দোলনের কারণে তারেক জিয়া দেশে ফেরার স্বপ্ন দেখেন। সার্জিসদের আন্দোলনের কারণে খোলা মাঠে রাজনীতি করার অধিকার পেয়েছে। আর এখন সত্য কথা বলার কারণে সার্জিস আলমের নামে বিএনপি মামলা দিয়েছে। তিনি বলেন, সংস্কার, গণহত্যার বিচার এবং পিআর পদ্ধতির নির্বাচন ছাড়া আবার দুর্নীতিবাজরা ক্ষমতায় আসবে। কাজেই সংস্কার, বিচার এবং পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন মেনে নেওয়া হবে না। তিনি ১২ আগস্ট মঙ্গলবার বিকালে কিশোরগঞ্জ শহরের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে দলের গণসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
জেলা কমিটির সভাপতি মাওলানা আলমগীর হোসাইন তালুকদারের সভাপতিত্বে গণসমাবেশে আরও বক্তৃতা করেন ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক জিএম রুহুল আমীন, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক কিশোরগঞ্জ-১ আসনের প্রার্থী মাওলানা আজিজুর রহমান জার্মানী, কিশোরগঞ্জ-৪ আসনের প্রার্থী সুপ্রীম কোর্টের সহকারী এটর্নি জেনারেল বিল্লাল আহমেদ মজুমদার প্রমুখ।
সমাবেশে মুফতি ফয়জুল করীম আরও বলেন, আমি পাথর নিয়ে বক্তব্য দিয়েছিলাম। আমি বলেছিলাম খনিজ পাথর তোলার জন্য। চড়া দামে ভারত থেকে পচা পাথর আনার বিরুদ্ধে বলেছিলাম। আমি সাদা পাথর চুরি করতে বলিনি। এখন সাদা পাথর চুরির দায়ে বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে। চুরি কী এক দিনে হয়েছে? মাসের পর মাস চুরি হয়েছে। কেন রক্ষা করা হলো না। এই চুরির জন্য পরিবেশ উপদেষ্টা দায়ী। তিনি আগামী নির্বাচনে ইসলাম পন্থীদের ভোট দেওয়ার আহবান জানিয়ে বলেন, আওয়ামী লীগ বার বার পরীক্ষা দিয়ে ফেল করেছে, বিএনপি ফেল করেছে, জাতীয় পার্টি ফেল করেছে। চাঁদাবাজ, চোর আর দুর্নীতিবাজদের দ্বিতীয়বার ক্ষমতায় দেখতে চাই না। চাঁদাবাজ, ধর্ষক, চোরদের চেহারার পরিবর্তন হয়েছে, এগুলি বন্ধ হয়নি। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সেটা চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত নির্বাচন হবে। দুর্নীতিবাজ আর ধর্ষকরা ক্ষমতায় আসলে আবার আন্দোলন করতে হবে। মানুষ কতবার রক্ত দেবে? জুলাই আন্দোলন শুধু একটা নির্বাচনের জন্য হয়নি। আন্দোলনের সময় যে দেওয়ালে দেওয়ালে বিভিন্ন লেখা ছিল, একটিও নির্বাচনের কথা লেখা হয়নি। যাদের রক্তে চাঁদাবাজি, চাঁদা বন্ধ হয়ে গেলে তাদের দলই অচল হয়ে যাবে। চাঁদাবাজি ধরা পড়লে বহিষ্কার, ভাইরাল হলে গ্রেপ্তার। এতদিন চাঁদাবাজদের বহিষ্কার করেনি, পাথর চুরিতে বহিষ্কার করেনি। যখন ধরা পড়েছে, তখন বহিষ্কার করেছে। তিনি বলেন, ইসলাম সব ধর্মের মানুষদের অধিকার রক্ষা করে। কাজেই ইসলাম নিয়ে ফোবিয়ার কোন কারণ নেই। তিনি বলেন, যারা নৌকায় ভোট দেয় তারা সবাই নৌকা চালাতে পারে না। যারা ধানের শীষে ভোট দেয়, তারা সবাই ধান চাষ করতে পারে না। যারা লাঙ্গলে ভোট দেয়, তারা সবাই লাঙ্গল চালাতে পারে না। কিন্তু হাত পাখা সবাই ঘোরাতে পারে। সব ধর্মের মানুষ, ধনী-গরিব সবাই ঘোরাতে পারে। কাজেই আপনারা সবাই হাত পাখায় ভোট দিবেন।
সমাবেশে আগামী নির্বাচনের জন্য জেলার প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মী যোগ দিয়েছিলেন।