# উজ্জ্বল কুমার সরকার :-
‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ প্রতিপাদ্য নিয়ে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় যুব র্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণের মধ্যদিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। ১২ আগস্ট মঙ্গলবার এসব অনুষ্ঠানের আয়োজন করে হোসেনপুর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর।
এ উপলক্ষে সকালে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মোফাজ্জল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা।আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ফরিদ-আল-সোহান, অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন, কৃষি অফিসার একেএম শাহজাহান কবির, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উজ্জল হোসাইন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা হামিম রানা, জুলাই যোদ্ধা আল আমিন ভূইয়া, সফল উদ্যোক্তা রাহাত খান, যুব সংগঠক সাজ্জাদ হোসেন প্রমুখ।
পরে, জাতীয় যুব দিবস উপলক্ষে ৩১ জনকে ৩১ লক্ষ ৪০ হাজার টাকা যুব ঋণ দেওয়া হয়।