• শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে ৪৩ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও সহায়ক উপকরণ প্রদান কটিয়াদীতে ভাঙা সেতুর কারনে হাজার হাজার মানুষের চলাচলে দুর্ভোগ ডাকসু-জাকসু নির্বাচনে শেখ হাসিনার ইঞ্জিনিয়ারিংকেও হার মানিয়েছে …….. মোনায়েম মুন্না খালেদা জিয়া সাড়ে ৬ বছর জেল খেটেছেন দলটা ধবংস করবেন না …… মোনায়েম মুন্না ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা আগামী ১৬ সেপ্টেম্বর বাজিতপুরে ‘জুলাই যোদ্ধা’ রাকিব হত্যার এক মাসেও গ্রেপ্তার হয়নি কেউ, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ৬৩ জন কৃষক ঋণ গ্রহন না করেও ঋণ খেলাপী, ভৈরব জনতা ব্যাংকের ম্যানেজারসহ দুইজন বরখাস্ত ইমুতে ৩ মাসের পরিচয়: অতঃপর ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার ময়মনসিংহের আওয়ামী লীগ নেতা অনু কিশোরগঞ্জে গ্রেপ্তার কিশোরগঞ্জে ৯ বছর পর হচ্ছে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন কাউন্সিলর ২১০৭

কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে ‘’লড়াইটা কেন্দ্রীয় ৫ নেতার মধ্যে’’

# মোহাম্মদ খলিলুর রহমান :-
হাওর অঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত কিশোরগঞ্জ-৫ সংসদীয় আসনটি বাজিতপুর ও নিকলী উপজেলা নিয়ে গঠিত। বাজিতপুর উপজেলার ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়ন এবং নিকলী উপজেলার ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত সংসদীয় আসন ১৬৬।
বাজিতপুর ও নিকলী উপজেলা নির্বাচন অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বাজিতপুর উপজেলায় ভোটার সংখ্যা ২ লাখ ১০ হাজার ৯৮২ জন। নিকলী উপজেলায় ভোটার সংখ্যা ১ লাখ ১৯ হাজার ৬৭৭ জন। এ আসনে সর্বমোট ভোটার ৩ লাখ ৩৩ হাজার ৬৫৯ জন।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কিশোরগঞ্জ-৫ আসনের বাজিতপুর ও নিকলী উপজেলায় চলছে ব্যাপক রাজনৈতিক তৎপরতা। সম্ভাব্য প্রার্থীদের পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে পুরো এলাকা। রাজনীতির উত্তাপ ছড়িয়ে পড়েছে বাজার, রাস্তা-ঘাট, অলিগলি থেকে শুরু করে পাড়া-মহল্লায়ও। মনোনয়ন প্রত্যাশীরা ঘন ঘন এলাকা সফর করছেন। তারা অংশ নিচ্ছেন নানা ধর্মীয়, সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানে। পাশাপাশি আয়োজন করছেন উঠান বৈঠক, মতবিনিময় সভা ও গণসংযোগ কর্মসূচি। জনগণের মন জয় করতে প্রতিদিনই চলছে নানা রকম প্রচার-প্রচারণা। নির্বাচনী এলাকার সর্বত্র এখন একটাই আলোচনা কেমন হবে এবারের নির্বাচন? কে পাবে কোন দলের মনোনয়ন? কোন প্রার্থীকে মনোনয়ন দিলে উন্নয়নের গতি বাড়বে? আর কাকে নির্বাচিত করলে এলাকার মানুষ শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে পারবে?
এছাড়াও একটি বড় প্রশ্ন অনেকের মুখে ঘুরছে—আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কি সকল দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে? এই সব প্রশ্ন ঘিরে রাজনৈতিক সচেতনতা যেমন বাড়ছে, তেমনি ভোটারদের প্রত্যাশাও ক্রমেই স্পষ্ট হচ্ছে। জনমত যাচাই ও নানান হিসাব-নিকাশে এখন সরগরম কিশোরগঞ্জ-৫ আসন।
আঞ্চলিক রাজনৈতিক বিশেষজ্ঞদের অনেকেই বলছেন, বাজিতপুর-নিকলী আসনের সম্ভাব্য সংসদ সদস্য নির্বাচনে প্রার্থী হিসেবে অনেকেই প্রচারণা চালালেও মূল প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠবে পাঁচজন কেন্দ্রীয় নেতার মধ্যে।
কিশোরগঞ্জ-৫ আসনটি দীর্ঘদিন ধরে আওয়ামী বিরোধী দুর্গ হিসেবে পরিচিত থাকলেও গত চারটি জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন কৌশল অবলম্বন করে আওয়ামী লীগ আসনটি দখলে রেখেছিল। ১৯৭৩ সালে অনুষ্ঠিত প্রথম জাতীয় সংসদ নির্বাচনে মঞ্জুর আহমেদ বাচ্চু মিয়া আওয়ামী লীগের টিকেটে সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘ ৩৫ বছর পর ২০০৮ সালের অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে আলহাজ মো. আফজাল হোসেনের হাত ধরে দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগ এ আসনটি লাভ করে। পরবর্তীতে ২০১৪ সালের অনুষ্ঠিত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আলহাজ্ব মো. আফজাল হোসেন দ্বিতীয়বারের মতো এমপি হন। ২০১৮ সালের অনুষ্ঠিত নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে দিনের ভোট রাতে করে টানা তিন বারের মত সংসদ সদস্য নির্বাচিত হন মো. আফজাল হোসেন । দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ডামি প্রার্থী বাবু সুব্রত পালকে পরাজিত করে চতুর্থ বারের মতো এমপি হন তিনি।
সম্প্রতি নির্বাচনী এলাকার ভোটার এবং রাজনৈতিক দলগুলোর নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, সাবেক পূর্ব পাকিস্তানের গভর্নর আবদুল মোনায়েম খানের বাড়ি বাজিতপুরে হওয়ায় এ এলাকায় মুসলিম লীগের তথা ডানপন্থীদের বড় একটি সমর্থক শ্রেণি রয়েছে। যে কারণে বেশির ভাগ সময় এ আসনটি আওয়ামী বিরোধীদের দখলে থেকেছে।
গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ কৌশলগতভাবে নির্বাচনী প্রক্রিয়াকে নিজেদের অনুকূলে ব্যবহার করে গণতান্ত্রিক মূল্যবোধ থেকে বিচ্যুতি ঘটায়। ক্ষমতা ধরে রাখতে নানা প্রশাসনিক ও রাজনৈতিক কৌশলের মাধ্যমে একপ্রকার স্বৈরাচারী শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করে দলটি। বিরোধীদল ও সাধারণ মানুষের কণ্ঠরোধ, নাগরিক অধিকার হরণ এবং রাষ্ট্রযন্ত্রের দলীয়করণের ফলে দেশের রাজনৈতিক অঙ্গনে তৈরি হয় গভীর অসন্তোষ ও ক্ষোভ।
এরই ধারাবাহিকতায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ছয় মাস পর ছাত্র-জনতার নেতৃত্বে একটি গণঅভ্যুত্থান ঘটে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে রাজধানী পর্যন্ত ছড়িয়ে পড়া এই আন্দোলন প্রতিরোধ করতে ব্যর্থ হয় ক্ষমতাসীনরা। পরিস্থিতির চরম উত্তেজনায় সরকার প্রধান শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীসভার সদস্যরা দেশত্যাগে বাধ্য হন।
অরাজক পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী ও রাষ্ট্রের প্রধান অর্গানগুলো সংবিধান অনুযায়ী একটি অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা দেয়। জাতীয় ঐকমত্যের ভিত্তিতে আন্তর্জাতিকভাবে সম্মানিত ও শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তাঁর নেতৃত্বে শুরু হয় একটি অন্তর্বর্তীকালীন প্রশাসনিক পুনর্বিন্যাস এবং একটি অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচনের প্রস্তুতি। গত ১৩ জুন যুক্তরাজ্য সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করে আগামী বছরের ফেব্রুয়ারিতে একটি গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের কথা বলেন।
সে থেকে দেশের রাজনৈতিক অঙ্গনে বিরাজ করছে নির্বাচনী উত্তাপ। সারা দেশের মতো কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনেও লেগেছে এর প্রবল ঢেউ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাড়ছে রাজনৈতিক তৎপরতা।
সাধারণ ভোটারদের অনেকে বলছেন যে যা বলুক এই আসনে বিএনপি থেকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি বাজিতপুর উপজেলা বিএনপির আহবায়ক শেখ মুজিবুর রহমান ইকবাল আর জামায়াতে ইসলামী থেকে কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক রমজান আলী মনোনয়ন পাবে। ১২ দলীয় জোটের থেকে জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা। ৭ দলীয় জোট থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম-সদস্য সচিব সাঈদ আহনাফ খান নিজ নিজ দল থেকে মনোনয়ন পাচ্ছেন।
তবে যদি রাজনৈতিক জোট গঠনের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে নির্বাচনী সমীকরণে বড় ধরনের পরিবর্তন আসবে। এ ক্ষেত্রে জোটগত সমঝোতার অংশ হিসেবে একাধিক কেন্দ্রীয় নেতাকে প্রার্থীতা থেকে সরে দাঁড়াতে হতে পারে।
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল নিজ বাড়িতে দানবীয় হামলা ও বর্বর নির্যাতনের শিকার হয়েও রাজনীতির ময়দান ছাড়েননি।
গত দুই যুগ ধরে তিনি বাজিতপুর-নিকলীর সাধারণ নেতাকর্মীদের পাশে থেকে রাজপথের লড়াই-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। দমন-পীড়ন, মামলা-হামলা কিংবা ভয়ভীতি কোনো কিছুই তাকে দাবিয়ে রাখতে পারেনি। এই মাঠের রাজনীতিতেই তিনি গড়ে তুলেছেন এক বিশাল জনপ্রিয়তা ও আস্থা।
কথা হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী শেখ মুজিবুর রহমান ইকবালের সাথে, তিনি জানান ২০০১ সাল থেকে বাজিতপুর-নিকলীর মানুষের পাশে থেকে সুখ দুঃখের সাথী হয়েছি। দলের চরম দুর্দিনে নেতাকর্মীদের পাশে থেকে জুলুম-নির্যাতন ও হামলা-মামলার শিকার হয়েছি। নেতাকর্মীদের নিয়ে অনেক সময় হাওর এলাকার নদীতে নৌকায় কিংবা জঙ্গলে রাত কাটিয়েছি। বিএনপির মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশ নিতে গিয়ে আমি সরকারের রোষানলে পড়ে নিজ বাড়িতেও আইনশৃঙ্খলা বাহিনীর দানবীয় তাণ্ডবের শিকার হয়েছি। আমার বাড়ি ঘিরে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন হাজার-হাজার গুলি, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুড়ে যুদ্ধক্ষেত্রে পরিণত করে। এ সময় সাউন্ড গ্রেনেডে আমার এক নিবেদিত কর্মীও নিহত হন। সে ঘটনা পাক হানাদার বাহিনীর বর্বরতাকেও হার মানায়। এমন সব নিপীড়ন-নির্যাতনের পরও আমি সরে দাঁড়াইনি। দলের নির্দেশ ও কর্মসূচি পালনে অবিচল ছিলাম। এবার স্বৈরাচারমুক্ত পরিবেশে দলীয় মনোনয়ন নিয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে দলকে এ আসনটি ফিরিয়ে দেওয়ার প্রত্যাশায় রাত-দিন কাজ করে যাচ্ছি।
কিশোরগঞ্জ-৫ আসন থেকে শক্ত অবস্থানে রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা। তাকে সহযোগিতা করার লক্ষ্যে ইতোমধ্যেই কেন্দ্রীয় বিএনপি বার্তা পাঠিয়েছে স্থানীয় নেতাদের উদ্দেশ্যে। ফলে তার রাজনৈতিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন বিএনপি ও জোটভুক্ত অনেক নেতা। মাঠ পর্যায়ে তার প্রচারণা কার্যক্রমে ব্যাপক সাড়া দেখা যাচ্ছে।
এ বিষয়ে কথা হলে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা বলেন, বিএনপির সঙ্গে আমরা জোটবদ্ধ আন্দোলন-সংগ্রামে ছিলাম এবং এখনো আছি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনও বিএনপি জোটবদ্ধভাবেই করবে বলে আমাদের সঙ্গে অঙ্গীকার করেছে। আমি নির্বাচনকে সামনে রেখে মাঠে কাজ শুরু করেছি। বিএনপির কেন্দ্র থেকে ইতোমধ্যেই স্থানীয় নেতাদের আমাকে সহযোগিতা করার নির্দেশনা দেওয়া হয়েছে। তাই আমি আশা করি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ আসন থেকে আমি বিএনপি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে প্রার্থী হিসেবে মনোনয়ন পাব।
অপরদিকে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামী তাদের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক রমজান আলীকে। এ প্রসঙ্গে কথা হলে অধ্যাপক রমজান আলী বলেন, বর্তমান প্রেক্ষাপটে জামায়াতে ইসলামীর গ্রহণযোগ্যতা তৃণমূল পর্যায়েও ব্যাপকভাবে বেড়েছে ও বিস্তৃত হয়েছে। আমি দীর্ঘদিন ধরে এ আসনের দুটি উপজেলার সর্বত্র নিয়মিত গণসংযোগ, প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছি। রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও মানবিক কার্যক্রমেও সক্রিয়ভাবে অংশ নিচ্ছি। আমার বিশ্বাস, এই আসন থেকে আমরা ভালো ফলাফল অর্জন করতে পারবো।
স্বৈরাচারী শাসন ব্যবস্থা থেকে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো সংস্কারে যে মানুষটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তিনি হলেন ৭ দলীয় জোট গণতন্ত্র মঞ্চের অন্যতম সমন্বয়ক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম।
কথা হয় অ্যাডভোকেট হাসনাত কাইয়ুমের সাথে। তিনি বলেন, স্বৈরাচারী শাসনব্যবস্থা থেকে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো সংস্কারে যে আন্দোলন ও সংগ্রাম হয়েছে, সেখানে আমার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। স্বৈরশাসক শেখ হাসিনার পলায়নের পর রাষ্ট্রে যে আমূল সংস্কার শুরু হয়েছে, তা আমাদের দীর্ঘ দিনের লড়াইয়েরই ফসল।
এ বিষয়ে অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম বলেন, আমি রাজনৈতিক ও সাংগঠনিক কাজের পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও নিজেকে সম্পৃক্ত রেখেছি। জনগণের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি সবসময়। আমার বিশ্বাস, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ অঞ্চলের মানুষ আমার এই ত্যাগ ও নিষ্ঠার যথাযথ মূল্যায়ন করবে।
স্বৈরাচার শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সাহসী ভূমিকা রেখেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই আন্দোলনের নেতৃত্বের মধ্য থেকেই গঠিত হয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বাজিতপুরের গর্বিত সন্তান সাঈদ আহনাফ খান বর্তমানে এনসিপির যুগ্ম-সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ইতোমধ্যে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য এনসিপি’র পক্ষ থেকে প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন। মনোনয়ন লাভের পর থেকেই সাঈদ আহনাফ খান বাজিতপুর ও নিকলীর বিভিন্ন এলাকায় জোরালো প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে কথা হলে তিনি বলেন: মানুষ আজ পরিবর্তন চায়, চায় রাষ্ট্র কাঠামোর সংস্কার। স্বৈরাচার ও চাঁদাবাজদের দিয়ে এই দেশ আর চলতে পারে না। আমরা বিশ্বাস করি—অভ্যুত্থানের বাংলাদেশে সৎ ও যোগ্য মানুষই এমপি হবে। এই প্রত্যয়েই আমরা মাঠে নেমেছি। যদি বাজিতপুর-নিকলীর মানুষের সমর্থন পাই, তবে ইনশাআল্লাহ এই এলাকাকে মাদক ও সন্ত্রাসমুক্ত একটি সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাব।
বিএনপির অন্যান্য সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশীরা হচ্ছেন- বাজিতপুর পৌরসভার সাবেক মেয়র পৌর বিএনপি সভাপতি এহেসান কুফিয়া, বিএনপি নেতা জি এস মীর জলিল, জেলা বিএনপির সদস্য ঢাকা পলিটেকনিক্যাল কলেজের সাবেক জিএস মো. বদরুল আলম শিপু, প্রয়াত এমপি মজিবুর রহমান মঞ্জু ছেলে মোস্তাফিজুর রহমান মামুন, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহবায়ক মো. সুমন ভূঁইয়া। সহকারী অ্যাটর্নি জেনারেল ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির গণযোগাযোগ বিষয়ক সম্পাদক এএম জামিউল হক ফয়সাল, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিঠির সহ-সাধারণ সম্পাদক হাজী মাশুক মিয়া, নিকলী উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা শফিকুল আলম রাজন ও বাজিতপুরে সাবেক সচিব আব্দুল ওয়াহাব বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনায় রয়েছেন।
আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত হলে দলের ক্লিন ইমেজধারী তরুণ নেতারাই অগ্রাধিকার পেতে পারেন। এই প্রেক্ষাপটে বাজিতপুর-নিকলী আসনে আওয়ামী লীগের সম্ভাব্য তরুণ প্রার্থীদের মধ্যে আলোচনায় রয়েছেন প্রবীণ আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আবদুল লতিফের ছেলে ব্যারিস্টার মো. রফিকুল ইসলাম মিল্টন, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট শেখ একেএম নূরুন্নবী বাদলের ছেলে এবং বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় জাতীয় পরিষদের সদস্য শেখ রফিকুন্নবী সাথী।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আরো যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বাজিতপুর উপজেলা সভাপতি মুহাম্মদ শাহাদাত ভূঁইয়া, খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি শায়খুল হাদিস মাওলানা আব্দুল আহাদ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতা মাওলানা দেলোয়ার হোসাইন নূরী, বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা ক্যান্টনমেন্ট থানা সভাপতি মুফতী আখতারুজ্জামান হাফিজ্জী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কিশোরগঞ্জ জেলা কমিটির সদস্য অধ্যাপক ফরিদ আহমেদ।
তথ্যানুসন্ধানে জানা গেছে, এ আসন থেকে ১৯৭৩ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মঞ্জুর আহমেদ, ১৯৭৯ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী কেন্দ্রীয় বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক আমির উদ্দিন আহমেদ, ১৯৮৬ সালের নির্বাচনে মুসলিম লীগের প্রার্থী একেএম খালেকুজ্জামান, ১৯৮৮ সালে সম্মিলিত বিরোধী দল ‘কপ’র প্রার্থী হিসাবে খন্দকার মফিজুর রহমান রোকন, ১৯৯১ সালে বিএনপির প্রার্থী আমির উদ্দিন আহমেদ, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী মজিবুর রহমান মঞ্জু, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির প্রার্থী আমির উদ্দিন আহমেদ, ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আফজাল হোসেন নির্বাচিত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *