# নিজস্ব প্রতিবেদক :-
ফেসবুক ম্যাসেঞ্জার গ্রুপ খুলে বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন আন্তঃনগর ট্রেনের টিকেট কালোবাজারে বিক্রি করতেন ভৈরবের সৌরভ হোসেন (২৫)। অবশেষে কিশোরগঞ্জ-ঢাকা রুটের তিনটি আন্তঃনগর ট্রেনের ২৯টি টিকেট ও একটি মোবাইল ফোনসহ ধরা পড়লেন জিআরপির জালে। জানিয়েছেন কিশোরগঞ্জ জিআপি থানার ওসি মো. লিটন মিয়া।
ভৈরবের গোছামারা এলাকার আক্তার হোসেনের ছেলে সৌরভ নিজের ও অন্য সাতজনের জাতীয় পরিচয় পত্র এবং মোবাইল নম্বর ব্যবহার করে ৮টি রেলওয়ে আইডি খুলেছেন। এসব আইডি দিয়ে তিনি নিয়মিত অনলাইনে বিভিন্ন রুটের টিকেট কিনে ফেসবুকে প্রচার করতেন। যাত্রীদের কাছ থেকে বিকাশে বা নগদে ১৮০ টাকার টিকেটের জন্য ৪৫০ থেকে ৫০০ টাকা নিয়ে টিকেটের পিডিএফ কপি পাঠিয়ে দিতেন। বিভিন্ন শ্রেণির বিভিন্ন দামের টিকেট এভাবেই অনেক বাড়তি দামে তিনি বিক্রি করে আসছিলেন। এমনকি ঈদের পরের টিকেটের জন্যও ফেসবুকে অগ্রিম প্রচারণা চালাচ্ছিলেন।
সৌরভের ওপর গোয়েন্দা নজরদারি করে জিআরপি পুলিশ ১ জুন রোববার সকালে ভৈরব রেলওয়ে স্টেশন থেকে তিনটি ট্রেনের ২৯টি আসনের টিকেটসহ তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় কিশোরগঞ্জ জিআরপি থানার এসআই বায়েজিদ বাদী হয়ে ভৈরব থানায় মামলা করার পর সৌরভকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি লিটন মিয়া।