• বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৯:০১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কলের লাঙল আসলেও বীজতলার ভরসা গবাদি কটিয়াদীতে লেবু চাষে ভাগ্য পরিবর্তন কিশোরগঞ্জ-৫ আসনের মনোনয়ন সবার নজর এখন ঢাকার দিকে কিশোরগঞ্জে গ্রামীণ ব্যাংক অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগ শিক্ষকদের পদোন্নতি হচ্ছে না ছাত্রদের পদোন্নতি হয়েছে ভৈরবে বিশ্ব ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নেতাদের গ্রেপ্তারে থানায় কর্মীদের জয় বাংলা শ্লোগান, করিমগঞ্জের ওসি-পরিদর্শক একযোগে প্রত্যাহার ডাকাতি প্রস্তুতিকালে ভৈরবে শীর্ষ সন্ত্রাসী প্যারা রাব্বিসহ ৪ জন গ্রেপ্তার শাশুড়ির অত্যাচারে গৃহবধূর বিষপান, ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বামী ফেলে গেলেন স্ত্রীর মরদেহ ভৈরবে জুতার কারখানায় আকস্মিক আগুনে ৬ দোকান পুড়ে ছাই

স্কুল কমিটির বিরোধে ছাত্রদল নেতা নিহতের মামলায় সহকারী এটর্নি জেনারেলসহ ২৯ আসামি

স্কুল কমিটির বিরোধে
ছাত্রদল নেতা নিহতের
মামলায় সহকারী এটর্নি
জেনারেলসহ ২৯ আসামি

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের কটিয়াদীতে বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মনোনয়ন নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে শনিবার আশিক খাঁ (২২) নামে এক সাবেক ছাত্রদল নেতা খুন হয়েছেন। এ ঘটনায় নিহতের মা রিতা বাদী হয়ে কটিয়াদী থানায় ২৩ মার্চ রোববার মামলা করেছেন। এতে প্রধান আসামি করেছেন সুপ্রীম কোর্টের সহকারী এটর্নি জেনারেল ও কটিয়াদী উপজেলা বিএনপির সহ-সভাপতি আশিকুজ্জামান নজরুলকে। দ্বিতীয় আসামি চান্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কিশোরগঞ্জ আদালতের এপিপি রিয়াজুল ইসলাম সেবক। মামলায় শাহ মোহাম্মদ আলী হায়দার বাবলু, হান্নান মিয়াসহ ২৯ জনের নামে ও ১৫-২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। ঘটনাস্থল থেকেই আলী হায়দার বাবলু ও আঞ্জু মিয়া নামে দু’জনকে পুলিশ আটক করেছে। কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত আশিক খাঁ মুমুরদিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক। মৃত্যুর আগে তিনি অটোরিকশা চালাতেন।
উল্লেখ্য, কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের চাতল বাগহাটা স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হেমায়েত হোসেন ম্যানেজিং কমিটির (অ্যাডহক কমিটি) সভাপতি হিসেবে ঢাকা বোর্ডে কেন্দ্রীয় ছাত্র দলের যুগ্ম-সম্পাদক চাতল গ্রামের নূরুজ্জামান চন্দন, একই গ্রামের শাহ মোহাম্মদ আলী হায়দার বাবলু ও আব্দুল হান্নানের নাম দিয়ে একটি প্রস্তাব পাঠিয়েছিলেন। কিন্তু এর বিরুদ্ধে আলী হায়দার বাবলু ও জসিম উদ্দিন নামে দু’জন বোর্ড কর্তৃপক্ষের কাছে একটি লিখিত আবেদন দিয়েছিলেন। এর প্রেক্ষিতে শনিবার বোর্ডের সহকারী কলেজ পরিদর্শক লোকমান মুন্সি ও সেকশন অফিসার আসাদ খান ওই প্রতিষ্ঠানে তদন্তে যান। তদন্ত চলাকালে আশিকুজ্জামান নজরুল ও রিয়াজুল ইসলাম সেবকের লোকজন প্রতিপক্ষের ওপর হামলা চালান বলে অভিযোগ ওঠে। এসময় নূরুজ্জামান চন্দনের সমর্থক আশিক খাঁ ছুরিকাঘাতে মারাত্মক আহত হলে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হামলায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হেমায়েত হোসেন এবং বোর্ডের সেকশন অফিসার আসাদ খানসহ অন্তত ১০ জন আহত হন।
মামলার এজাহারে বলা হয়েছে, হামলা চলাকালে আশিক খাঁ থামাতে গেলে আসামি আশিকুজ্জামান নজরুল তাকে পিঠে ছুরিকাঘাত করেন। আর রিয়াজুল ইসলাম সেবক আশিকের কাঁধে চাপাতি দিয়ে আঘাত করেন। অন্য আসামিরাও আশিককে মারধর করেন। হাসপাতালে নেওয়ার পর আশিককে মৃত ঘোষণা করা হয়।
নিহতের ময়না তদন্ত করিয়ে ২৩ মার্চ রোববার বিকালে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। মুমুরদিয়া ইউপি চেয়ারম্যান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন সাবেরী জানান, বোর্ড কর্মকর্তাদের তদন্ত চলাকালে তিনিও সেখানে ছিলেন। সেখানে পুলিশও মোতায়েন ছিল। সকলের উপস্থিতিতেই হামলা ও হত্যাকাণ্ডটি ঘটেছে। ঘটনাস্থল থেকেই আলী হায়দার বাবুল ও আঞ্জু মিয়া নামে দু’জনকে পুলিশ আটক করেছে। তাদেরকে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি তরিকুল ইসলাম। ২৪ মার্চ সোমবার তাদের বিরুদ্ধে আদালতে রিমান্ডের আবেদন করা হবে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও ওসি তরিকুল ইসলাম জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *