# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাগণ চাকুরি ১০ম গ্রেড থেকে ৯ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি দিয়েছেন। ২৩ মার্চ রোববার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মজিব আলমের মাধ্যমে স্মারকলিপিটি প্রদান করা হয়। সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার্স অ্যাসোসিয়েশনের জেলা কমিটির সভাপতি মো. আব্দুর রশিদ ফকির ও সাধারণ সম্পাদক মো. রুহুল আমিনের নেতৃত্বে স্মারকলিপিটি প্রদান করা হয়।
স্মারকলিপিতে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাংগঠনিক কাঠামোভুক্ত উপজেলা/থানা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পদটি ১৯৭৮ সালে সৃষ্টি করা হয়। ১৯৯৪ সালে সংশোধিত নিয়োগবিধি অনুযায়ী পদটি ১০ম গ্রেডে উন্নীত করা হয়। শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পদের গ্রেডের উন্নয়ন হলেও ৩০ বছর ধরে এটিইও পদটি ১০ম গ্রেডেই রয়ে গেছে। বর্তমান বাস্তবতায় তারা ৯ম গ্রেডে উন্নয়ন দাবি করেছেন। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মজিব আলম জানিয়েছেন, কিশোরগঞ্জের ১৩ উপজেলায় ৩২ জন এটিইও রয়েছেন।