• বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৩:৫৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কলের লাঙল আসলেও বীজতলার ভরসা গবাদি কটিয়াদীতে লেবু চাষে ভাগ্য পরিবর্তন কিশোরগঞ্জ-৫ আসনের মনোনয়ন সবার নজর এখন ঢাকার দিকে কিশোরগঞ্জে গ্রামীণ ব্যাংক অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগ শিক্ষকদের পদোন্নতি হচ্ছে না ছাত্রদের পদোন্নতি হয়েছে ভৈরবে বিশ্ব ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নেতাদের গ্রেপ্তারে থানায় কর্মীদের জয় বাংলা শ্লোগান, করিমগঞ্জের ওসি-পরিদর্শক একযোগে প্রত্যাহার ডাকাতি প্রস্তুতিকালে ভৈরবে শীর্ষ সন্ত্রাসী প্যারা রাব্বিসহ ৪ জন গ্রেপ্তার শাশুড়ির অত্যাচারে গৃহবধূর বিষপান, ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বামী ফেলে গেলেন স্ত্রীর মরদেহ ভৈরবে জুতার কারখানায় আকস্মিক আগুনে ৬ দোকান পুড়ে ছাই

নির্বাচন দিতে যে কোন ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিতে বিএনপি প্রস্তুত ……… মো. শরিফুল আলম

# মিলাদ হোসেন অপু :-
সংসদ নির্বাচন দিতে পরাশক্তির যে কোন ফ্যাসিবাদের ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিতে বিএনপি প্রস্তুত রয়েছে। বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করে যাচ্ছে। আমরা এই সরকারের বিরুদ্ধে নয়। কিন্তু সাত মাসে দৃশ্যমান কোনো সংস্কার ও আগামীদিনে ভোটের রাজনীতির রোডম্যাপ দেখছি না। ২৩ মার্চ রোববার সরকারি কেবি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ভৈরব পৌর ১, ২ ও ৩নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরিফুল আলম। এ সময় বাংলাদেশের সুখ-সমৃদ্ধি, জুলাইয়ের আন্দোলনে শহিদদের আত্মার মাগফেরাত কামনা ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আলোচনা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক এমপি লায়লা বেগম, জেলা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মোল্লা, ভৈরব উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহিন, সহ-সভাপতি জিল্লুর রহমান, উপজেলা বিএনপির নেতা নুর মোহাম্মদ মিয়া ও সাবেক ভিপি সাইফুল হক প্রমুখ।
দোয়া ও ইফতার মাহফিলে পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ভিপি মো. মুজিবুর রহমান এর সঞ্চালনায় উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথি মো. শরিফুল আলম আরো বলেন, দীর্ঘ ১৭ বছর যাবত বিএনপি লড়াই সংগ্রাম আন্দোলন করে যাচ্ছে। ৫ আগস্ট সরকার পতন করতে ছাত্র জনতা, বিভিন্ন রাজনৈতিক দল ও আমরা বিএনপিসহ যারা রাজপথে আন্দোলন করেছি তারা সবাই একটি উদ্দেশ্য নিয়ে আন্দোলন করেছি। এ দেশে মানুষের ভোটাধিকার নাই। ২০১৪, ১৮ ও ২৪ সালে মানুষ ভোট দিতে পারে নাই। মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে আমরা ঐক্যবদ্ধ।
এসময় তিনি আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকার আগামী নির্বাচনে দেশবাসীকে পরিষ্কার ধারণা দিতে পারে নাই। আমরা একটি বৃহত্তর দলের হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব থেকে মানুষের ভোটের অধিকারের কথা বলে যাচ্ছি।
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে একটি যৌক্তিক সময়ের মধ্যে এমন একটি রোডম্যাপ তৈরি করেন যেন মানুষ আশস্ত হতে পারে। আজ পরাজিত শক্তি বসে নাই তারা বিভিন্নভাবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেই যাচ্ছে। ভোটের রাজনীতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আজ সকল রাজনৈতিক দল ও ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়েছে একটি ফ্যাসিবাদের বিরুদ্ধে। যে ফ্যাসিবাদকে বিদায় করা হয়েছে তিনি কোন স্থানীয় সরকার প্রতিনিধি ছিল না। তিনি ছিলেন দেশের প্রধানমন্ত্রী। একজন কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি। আবার যদি দেশে প্রধানমন্ত্রী আনতে হয় জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। স্থানীয় সরকার নির্বাচন দিয়ে সরকার গঠন সম্ভব না। স্থানীয় সরকার নির্বাচনের জন্য আমরা আন্দোলন করি নাই। তাই এই অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ তৈরি করতে হবে।
নতুন রাজনৈতিক দলগুলোকে স্বাগত জানিয়ে তিনি বলেন, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের ভিন্ন মত থাকতে পারে আমাদের মধ্যে বিরোধ থাকতে পারে কিন্তু দেশের স্বার্থে জনগণের স্বার্থে এই ফ্যাসিবাদকে রুখে দিতে এই দেশকে নতুনভাবে গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এ সময় তিনি ভৈরববাসীর উদ্দেশ্যে বলেন, দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে এ দেশের মানুষের মনোভাব বুঝে রাজনীতি করতে হবে। বিএনপির নাম বিক্রি করে কোন রকম অন্যায় ও সাধারণ মানুষের ক্ষতি করা যাবে না। ভৈরবের যে নেতাই চাঁদাবাজি ও লুটপাট করুক তাকে ছাড় দেয়া হবে না। আমাদের কাছে সবার খবরই আছে। যদি কেউ দুর্নীতি করে সে যত বড় নেতা ও যত বড় বাড়ির লোকই হোক না কেন সাংগঠনিকভাবে তদন্ত করে প্রমাণ হলে তার বিরুদ্ধে দলীয় ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। এসময় বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীদের আগামী সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে হবে বলে আহ্বান জানান।
আলোচনা সভায় অতিথি বক্তারা বলেন, সামনে অনেক কঠিন সময় আসছে। আগামী দিনে আমাদের ভোটের লড়াই করে টিকে থাকতে হবে। দেশে আজ গণতন্ত্র ফিরে এসেছে। বিএনপির নেতাকর্মীদের সাধারণ মানুষকে ভালোবেসে ভোট আনতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *