ইফতার অনুষ্ঠানে বক্তব্য রাখছেন অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন। -পূর্বকণ্ঠ
# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে জেলা গণতন্ত্রী পার্টি ইফতারের আয়োজন করেছে। ২২ মার্চ শনিবার জেলা কার্যালয়ে এই ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দলের জেলা কমিটির সভাপতি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, সহ-সভাপতি গিয়াস উদ্দিন খান মিলকী, হাবিবুর রহমান মুক্তু ও সাংগঠনিক সম্পাদক এনামুল হক চৌধুরী ছাড়াও দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতারপূর্ব সংক্ষিপ্ত বক্তৃতায় সভাপতি ভূপেন্দ্র ভৌমিক দোলন সকলকে স্বাগত জানিয়ে ইফতার অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।