# ইশতিয়াক আহমাদ শৈভিক :-
ভৈরবে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আলোচনা সভা, ইফতার মাহফিল ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ভৈরব উপজেলার কাউন্সিল অধিবেশন ২০২৫-২০২৭ সেশন সম্পন্ন হয়েছে। শেরে খোদা মাওলা আলী (র.) এঁর শাহাদাতবার্ষিকী উদযাপন ঐতিহাসিক বদর দিবস ও পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক উপলক্ষে ১৭ মার্চ সোমবার বিকেল ৪টায় ভৈরব রানীর বাজার এলাকায় এক আলোচনা সভা, ইফতার মাহফিল ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর সভাপতি মাওলানা খন্দকার দীন ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর প্রেসিডিয়াম সদস্য আল্লামা শায়খ আবু সুফিয়ান খাঁন আবেদী আল কাদরী। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত আলহাজ্ব এ আই এম মাহাবুব উল্লাহ আল কাদরী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কিশোরগঞ্জ জেলার সভাপতি মাওলানা রেদোয়ান উল হক আশরাফী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা মুফতি জহিরুল ইসলাম ফরিদি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কিশোরগঞ্জ জেলার সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ রুবেল হোসেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক মাসুম বিল্লাহ, পাকপাঞ্জাতন দরবার শরীফের আলহাজ্ব ফকির মজনু মিয়া, মাওলানা রহমতুল্লাহ কামালসহ বিভিন্ন দরবারের প্রতিনিধিগণ, খতিব, ইমাম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও আহলে সুন্নাত ওয়াল জামা’আত, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।