• মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৮:১৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কলের লাঙল আসলেও বীজতলার ভরসা গবাদি কটিয়াদীতে লেবু চাষে ভাগ্য পরিবর্তন কিশোরগঞ্জ-৫ আসনের মনোনয়ন সবার নজর এখন ঢাকার দিকে কিশোরগঞ্জে গ্রামীণ ব্যাংক অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগ শিক্ষকদের পদোন্নতি হচ্ছে না ছাত্রদের পদোন্নতি হয়েছে ভৈরবে বিশ্ব ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নেতাদের গ্রেপ্তারে থানায় কর্মীদের জয় বাংলা শ্লোগান, করিমগঞ্জের ওসি-পরিদর্শক একযোগে প্রত্যাহার ডাকাতি প্রস্তুতিকালে ভৈরবে শীর্ষ সন্ত্রাসী প্যারা রাব্বিসহ ৪ জন গ্রেপ্তার শাশুড়ির অত্যাচারে গৃহবধূর বিষপান, ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বামী ফেলে গেলেন স্ত্রীর মরদেহ ভৈরবে জুতার কারখানায় আকস্মিক আগুনে ৬ দোকান পুড়ে ছাই

নিরাপদ সড়ক চাই নিসচা ভৈরব শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

# মো. আলাল উদ্দিন :-
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সংগঠনের সম্মানে ভূষিত নিরাপদ সড়ক চাই নিসচা ভৈরব শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২২ মার্চ শনিবার স্থানীয় ভেনিস বাংলা কমিউনিটি এন্ড পার্টি সেন্টারে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সভাপতি মো. আরিফুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন, ভৈরব সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজমুস সাকিব, ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী, ভৈরব নৌ-থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুজ্জামান, রফিকুল ইসলাম মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শহীদুল্লাহ, ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সভাপতি মো. তাজুল ইসলাম তাজ ভৈরবী, ভিপি মো. সাইফুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান ও পৌর বিএনপির সহ-সভাপতি মো. জিল্লুর রহমান ও ভৈরব প্রেসক্লাবের সদস্য সচিব মো. সোহেলুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন, ভৈরব জামায়াতে ইসলামী, উপজেলা খেলাফত মজলিশ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলার মূখ্য সমন্বয়ক, ভৈরবের নেতৃবৃন্দ, ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালকবৃন্দ, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক ও নিসচা পরিবারের সদস্যগণ।
অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন, সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিন, ইফতার ও দোয়া মাহফিল উদযাপন কমিটির আহবায়ক মো. দেলোয়ার হোসেন সুজন, যুগ্ম আহবায়ক সাবিনা ইয়াসমিন ও সদস্য সচিব মো. শামীম। দোয়া পরিচালনা করেন, সংগঠনের কার্যকরী পরিষদের অন্যতম সদস্য কাজী মো. উসমান গণি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *