# নিজস্ব প্রতিবেদক :-
ইঞ্জিনে উঠতে বাধা দেওয়ায় বাজিতপুরে ট্রেন চালককে ছাত্র সমন্বয়ক পরিচয়ে কয়েক যুবক ছুরি নিয়ে হামলা করেছেন। চালককে এসময় বেধম মারধর করেছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ২২ মার্চ শনিবার বাজিতপুর উপজেলার সরারচর স্টেশনে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী আন্তঃনগর এগারসিন্দুর প্রভাতী ট্রেনে।
স্টেশন মাস্টার রথিশ বিশ্বাস জানিয়েছেন, ট্রেনটি সকাল ১০টা ২০ মিনিটে সরারচর স্টেশনে থামলে কয়েক যুবক ট্রেনের ইঞ্জিনে উঠতে চাইলে চালক রফিকুল ইসলাম বাধা দেন। এসময় যুবকরা চালকের ওপর ছুরি নিয়ে চড়াও হয়ে বেদম কিলঘুষি দিয়ে আহত করেন। এ ঘটনায় চালক ট্রেন চালাতে অপারগতা প্রকাশ করলে স্টেশন মাস্টার রথিশ বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুরোধ করলে প্রায় ৪০ মিনিট বিলম্বে চালক ট্রেন নিয়ে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হন।
কিশোরগঞ্জ জিআরপি থানার ওসি মো. লিটন মিয়া জানিয়েছেন, ছুরি হাতে যুবককে চিহ্নিত করা গেছে। তারা একটি মোটরসাইকেল নিয়ে এসেছিলেন। সেটি জব্দ করা হয়েছে। হামলাকারীদের ধরার জন্য এলাকায় অভিযান পরিচালনা করছেন বলে তিনি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জানিয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে মামলা দায়ের করা হবে বলেও তিনি জানিয়েছেন।