# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের কটিয়াদীতে বিদ্যালয় কমিটির সভাপতি নির্ধারণ নিয়ে বিএনপি ও ছাত্রদল নেতার বিরোধে ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। আহত হয়েছেন ঢাকা শিক্ষা বোর্ড কর্মকর্তা ও বিদ্যালয় প্রধানসহ অন্তত ১০ জন। ২২ মার্চ শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের চাতল বাগহাটা স্কুল এন্ড কলেজে। নিহত যুবক চাতল গ্রামের আরব আলীর ছেলে ছাত্রদল কর্মী আশিক খান (২২)। তাঁকে মুমূর্ষু অবস্থায় কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আহত হয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের সেকশন অফিসার আসাদ খান ও বিদ্যালয়ের অধ্যক্ষ মো. হেমায়েত উল্লাহসহ অন্তত ১০ জন। এসময় ঘটনাস্থলে পুলিশ ছিল। পুলিশ চান্দপুর এলাকার আলী হায়দার বাবলু ও আঞ্জু মিয়া নামে দু’জনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন ঘটনাস্থলে উপস্থিত মুমুরদিয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন সাবেরী।
তিনি জানিয়েছেন, বিদ্যালয়ের সভাপতি প্রার্থী সুপ্রীম কোর্টের ডেপুটি এটর্নি জেনারেল কটিয়াদী উপজেলা বিএনপির সহ-সভাপতি চান্দপুর গ্রামের অ্যাডভোকেট আশিকুর রহমান নজরুল ও কেন্দ্রীয় ছাত্র দলের যুগ্ম-সম্পাদক চাতল গ্রামের নূরুজ্জামান চন্দনের গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। গ্রেপ্তারকৃত দু’জন ডেপুটি এটর্নি জেনারেল নজরুলের সমর্থক। আর নিহত আশিক খান ছাত্রদল নেতা চন্দনের সমর্থক। ইউপি চেয়ারম্যান জানিয়েছেন, এই বিদ্যালয়ের কমিটি গঠন নিয়ে প্রায় ১৭ বছর ধরে চান্দপুর ও মুমুরদিয়া গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছে।
ঘটনার বিবরণে জানা যায়, অধ্যক্ষ হেমায়েত উল্লাহ বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সম্ভাব্য নতুন সভাপতি হিসেবে ঢাকা শিক্ষা বোর্ডে ডেপুটি এটর্নি জেনারেল নজরুল, নূরুজ্জামান চন্দন ও আশিকুর রহমান চন্দনসহ তিনজনের নাম প্রস্তাব করেছিলেন। এর বিরুদ্ধে আলী হায়দার বাবুল ও জসিম উদ্দিন নামে দুই ব্যক্তি শিক্ষা বোর্ডে লিখিত অভিযোগ পাঠিয়েছিলেন। শনিবার অভিযোগের তদন্ত করতে এসেছিলেন ঢাকা বোর্ডের সহকারী কলেজ পরিদর্শক লোকমান মুন্সি ও সেকশন অফিসার আসাদ খান। লোকমান মুন্সি জানিয়েছেন, তাঁরা তদন্তের কাজ শুরু করার সময় দুই গ্রুপে সংঘর্ষ শুরু হয়। এসময় একজন নিহত, বোর্ডের সেকশন কর্মকর্তা আসাদ খান ও অধ্যক্ষ হেমায়েত উল্লাহসহ কয়েকজন আহত হয়েছেন। যে কারণে তদন্ত কাজ বন্ধ করে তাঁরা ঢাকায় ফিরে যাচ্ছেন।
এ ব্যাপারে কথা বলার জন্য ডেপুটি এটর্নি জেনারেল নজরুল ও ছাত্রদল নেতা চন্দনকে একাধিকবার ফোন করলেও ফোন বন্ধ পাওয়া যায়। এদিকে নিহত আশিকের লাশ নিয়ে ছাত্র দলের নেতা-কর্মীরা মিছিল করে কটিয়াদী থানায় গিয়ে বিচার দাবি করেছেন।
কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম দুজনের আটকের কথা স্বীকার করেছেন। মামলা প্রক্রিয়াধীন আছে। মামলা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ কর হবে বলে তিনি জানিয়েছেন।