# নিজস্ব প্রতিবেদক :-
আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে কিশোরগঞ্জে ‘ওয়ারিয়রস অব জুলাই’ সংগঠনের ব্যানারে বিক্ষোভ সমাবেশ হয়েছে। ২২ মার্চ শনিবার দুপুরে শহরের সরকারি গুরুদয়াল কলেজের শহীদ মিনার চত্বরের সমাবেশে বক্তৃতা করেন সংগঠনের আহবায়ক কনক রেজা, সদস্য সচিব আশরাফুল ইসলাম নাদিম, জুলাই আন্দোলনের সংগঠক আশরাফ আলী সোহান, স্বর্ণা, গিয়াস উদ্দিন তালুকদার প্রমুখ।
বক্তাগণ বলেন, একটি মহল ফ্যাসিস্ট দল আওয়ামী লীগকে পুনর্বাসনের পায়তারা করছে। এই স্বপ্ন বাস্তবায়ন হবে না। জুলাই-আগস্ট আন্দোলনে এই দলের হাতে ছাত্র-জনতা শহীদ হয়েছে, আহত হয়েছে। এখন যদি আওয়ামী লীগকে আনতে হয়, আন্দোলনকারীদের রক্তের ওপর দিয়ে আনতে হবে। সেই আশা পূরণ হবে না। বক্তাগণ দল হিসেবে আওয়ামী লীগের বিচার ও অবিলম্বে নিষিদ্ধের দাবি জানিয়েছেন। সমাবেশ শেষে মিছিল করার কথা থাকলেও মিছল হয়নি।