# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুনধর ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবু সায়েম ভূইয়া রাসেলকে র্যাব গ্রেপ্তার করেছে। বৈষম্য বিরোধী মিছিলে হামলার ঘটনায় করিমগঞ্জ থানায় দায়ের করা মামলায় তাঁকে ২২ মার্চ শনিবার ভোরে সদর উপজেলার বৌলাই এলাকা থেকে গ্রেপ্তার করে করিমগঞ্জ থানায় সোপর্দ করা হয়। এরপর চেয়ারম্যানকে গ্রেপ্তার দেখিয়ে থানা থেকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন করিমগঞ্জ থানার ওসি মো. মাহবুব মুর্শেদ।