# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে গ্রাম প্রতিরক্ষা বাঁধসহ সড়ক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। আজ ২২ মার্চ শনিবার সকালে উপজেলার আগানগর ইউনিয়নের ছাগাইয়া গ্রামের কাচারিঘাট থেকে সাউথ পাড়া পর্যন্ত ১ হাজার মিটার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন ঢাকা সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন। প্রকল্পটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ২৪ লাখ ৩৫ হাজার ৬৩৩ টাকা।
উদ্বোধনের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় কিশোরগঞ্জ এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. আমিরুল ইসলাম এর সভাপতিত্বে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামাল বিল্লাহ, উপজেলা নির্বাহী প্রকৌশলী ইশতিয়াক আহমেদ, ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী, ভৈরব উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, বিএনপি নেতা সাবেক ভিপি সাইফুল হক প্রমুখ।
আলোচনা সভায়, আগানগর ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, উপজেলার আগানগর ইউনিয়নের ছাগাইয়া গ্রামের দীর্ঘদিনের দাবি ছিল কাচারিঘাট থেকে সাউথ পাড়া রাস্তাটি। এই সড়ক নির্মাণ কাজ শেষ হলে গ্রামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়া থেকে রক্ষা পাবে। রাস্তাটির নির্মাণ কাজের উদ্বোধন হওয়ায় গ্রামের মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। জানা যায়, নির্মাণ কাজটির ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ২৪ লাখ ৩৫ হাজার ৬৩৩ টাকা। মেসার্স মুমিনুল হক এন্টারপ্রাইজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণ কাজটি সম্পন্ন করবেন।