# নিজস্ব প্রতিবেদক :-
যুদ্ধ বিরতি লংঘন করে গাজায় নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর ইসারায়েলের নারকীয় হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল হয়েছে। শুক্রবার বাদ জুমা শহরের শহীদি মসজিদের সামনে থেকে সর্বস্তরের মুসলিম জনতার ব্যানারে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় মিছিলকারীরা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ও ইসরায়েলের ধ্বংস কামনা করে বিভিন্ন শ্লোগান দেন। সেই সাথে ফিলিস্তিনিদের সমর্থন ও ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য বিশ্ববাসীর প্রতি আহবান জানানো হয়।