# নিজস্ব প্রতিবেদক :-
১২৮ বস্তা ভিজিএফ চাল আত্মসাতের অভিযোগে ইটনার বাদল ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আদিলুজ্জামানকে যৌথ বাহিনী গ্রেপ্তার করেছে। ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন জানিয়েছেন, ২১ মার্চ শুক্রবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
জানা গেছে, চেয়ারম্যানের চাচাত ভাই ৫ নম্বর ওয়ার্ড মেম্বার রোকন উদ্দিনের বাড়ি থেকে বৃহস্পতিবার বিকালে ১২৮ বস্তা ভিজিএফের চাল জব্দ করা হয়। এর সাথে জড়িত থাকার অভিযোগে চেয়ারম্যানকে ওই রাতে এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তবে মেম্বার রোকন উদ্দিন পলাতক আছেন বলে ওসি মনোয়ার হোসেন জানিয়েছেন।