# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পিতলগঞ্জ বাজার মাঠে, শিকড় ক্লাব কর্তৃক পবিত্র মাহে রমজান উপলক্ষে ৮শ মানুষের জন্য ইফতার আয়োজন ও বিশ্ববাসীর শান্তি কামনায় এবং কবরবাসীদের আত্মার মাগফেরাতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ২১ মার্চ শুক্রবার বিকালে শিকড় ক্লাবের আয়োজনে শিকড় প্রবাসী মানব কল্যাণ সংগঠন ও শিকড় ক্রীড়া সংঘের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, শিকড় ক্লাবের সকল সদস্য, উপদেষ্টা, পর্যবেক্ষক, দিকনির্দেশক, মুসল্লী ও এলাকাবাসী।
শিকড় ক্লাবের উপদেষ্টা এস এম মিজানুর রহমান মামুন বলেন, শিকড় ক্লাবের এটা নিয়মিত আয়োজন, প্রতি বছর পবিত্র রমজান মাসে ক্লাবের পক্ষ থেকে এমন আয়োজন করা হয়। এছাড়াও প্রতিষ্ঠার পর থেকেই ক্লাবটি খেলাধুলার পাশাপাশি সমাজের অসহায় অস্বচ্ছল সুবিধাবঞ্চিত মানুষদেরকে বিভিন্ন সাহায্য সহযোগিতা করে আসছে।