# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। “দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ১০ মার্চ সোমবার সকালে সরকারি কে.বি পাইলট মডেল হাইস্কুল মাঠে এই দিবসটি উদযাপন করা হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহমেদ রাফি, ভৈরব বাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল আমিন, বাংলাদেশ রেড ক্রিসেন্টে সোসাইটি ভৈরব উপজেলা টিম ও ফায়ার সার্ভিস ভলানটিয়ার দলনেতা কাজী মোকাদ্দেস মুগ্ধ ও ডেপুটি দলনেতা মো. সাব্বির হোসেন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা যে কোন দুর্যোগ মোকাবেলা করতে করণীয় বিষয় নিয়ে আলোচনা করেন। তারা বলেন, কখন দুর্যোগ আসবে তা বলে আসে না। তথ্য প্রযুক্তির যোগে দুর্যোগ পূর্বাভাস পাওয়া গেলেও সঠিক ও নির্ধারিত সময় বুঝা যায় না। দুর্যোগ থেকে রক্ষা পেতে সবাইকে প্রস্তুত থাকতে হবে। সকল ধরনের দুর্যোগের ব্যাপারে আগে প্রস্তুতি নেওয়া হলে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হবে। জান মাল রক্ষার্থে সবাইকে সচেতন থেকে সর্বস্তরের মানুষের কাছে সচেতনতা বৃদ্ধি করতে হবে।
আলোচনা শেষে উপস্থিত অতিথিবৃন্দসহ সকলকে দুর্যোগ মোকাবেলায় অগ্নি নির্বাপণ বিষয়ে সচেতনমূলক কর্যক্রম দেখানো হয়।