• শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৪:৪০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে মানসম্মত শিক্ষায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা ভৈরবে অবৈধ পলিথিন ফ্যাক্টরিতে অভিযানে অর্থদণ্ড গাজায় হামলার প্রতিবাদে ভৈরবের প্রতিবাদী ছাত্র যুবকদের বিক্ষোভ মিছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল শিয়ালের মুখ থেকে মৃত অবস্থায় উদ্ধার দেড় বছরের শিশু ভাঙারি দোকান থেকে মর্টার শেল উদ্ধার গলা কেটে মাদ্রাসা শিক্ষকের আত্মহত্যা খেলাফত মজলিস ভৈরব উপজেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ভৈরবে খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিতরণের উদ্বোধন নারীর দুই হাঁটুতে মোড়ানো ছিল গাঁজা স্টেশন প্লাটফর্ম থেকে গ্রেফতার

ছিনতাইয়ের উদ্দেশ্যে হামলা, চিনে ফেলায় জবাই করে হত্যা

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ব্যবসায়ী উবায়দুল হক পাইলট হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ ২ মার্চ রোববার এই আলোচিত হত্যা মামলার গ্রেপ্তারের বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম।
গ্রেপ্তারকৃত হত্যার মামলার প্রধান আসামি কুলিয়ারচর বাজরা মাছিমপুর শেখ বাড়ির মৃত লাল মিয়ার ছেলে মো. শাহাদাত হোসেন (৩২)।
ওসি হেলাল উদ্দিন জানান, ক্লোলেস এই মামলার আসামি শাহাদাত হোসেনকে ২৮ ফেব্রুয়ারি শুক্রবার তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পর সে ১ মার্চ ১৬৪ ধারায় বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। স্বীকারোক্তিতে সে জানাই তার আরো ৩ জন সহযোগী ছিলো। এ বিষয়ে ওসি আরো জানান, উবায়দুল হক পাইলট একজন চাল, কুড়া ও ভূষি ব্যবসায়ী। সেই সুবাদে শাহাদাত হোসেন এর সাথে তার ব্যবসায়ীক সম্পর্ক ছিলো। ব্যবসার প্রথম দিকে পাইলটের কাছ থেকে চাল, কুড়া ও ভূষি বাকীতে নিতেন। পরবর্তীতে সম্পর্কের আন্তরিকতা বেড়ে যাওয়ায় ব্যবসায়ীক উবায়দুল হক পাইলট ৫০ হাজার টাকা দিয়ে শাহাদাত হোসেনকে একটি গরু কিনে দেন। শাহাদাত দেনাগ্রস্ত হওয়ার কারণে পাইলটকে না জানিয়ে গরুটি বিক্রি করে দেন। বিষয়টি উবায়দুল জানার পর শাহাদাত হোসেনকে চাপ দিলে হত্যাকাণ্ডের একদিন আগে শাহাদাত ৫০ হাজার টাকা দোকানে দিয়ে আসে। এরপর শাহাদাত পরদিন রাতে সেই টাকাসহ ব্যবসায়ীক টাকা ছিনতাইয়ের পরিকল্পনা করে সোঙ্গীয় আরো ৩/৪ জন ছিনতাইকারী নিয়ে। ছিনতাইয়ের একপর্যায়ে পাইলট শাহাদাত হোসেনকে চিনে ফেলায় ঘটনাস্থলে জবাই করে চলে যায়।
এ বিষয়ে ওসি হেলাল উদ্দিন আরো জানান, হত্যাকাণ্ডটি সম্পূর্ণ ক্লোলেস ছিলো। ঘটনার পর তথ্য প্রযুক্তির সহায়তায় বিভিন্ন সিসিটিভির ফুটেজ দেখে হত্যা মামলার প্রধান আসামি শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ ঘটনায় জড়িত বাকী আসামিদের গ্রেপ্তার করতে কাজ করছে পুলিশ।
উল্লেখ্য, ১৯ ফেব্রুয়ারি বুধবার রাতে উবায়দুল হক পাইলট প্রতিদিনের মতো দোকান বন্ধ করে মোটরসাইকের করে বাড়ি ফিরছিল। বাড়ির কাছাকাছি পশ্চিম তাড়াকান্দি এলাকায় পৌঁছামাত্র কে বা কারা তাকে গলা কেটে হত্যা করে ফেলে যায়। ঘটনার পর দিন বৃহস্পতিবার নিহতের মা আঙ্গুরা বেগম দাবী হয়ে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *