#মিলাদ হোসেন অপু :-
ভৈরবে নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রীর বাজার দর স্থিতিশীল রাখার লক্ষে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। ২ মার্চ রোববার বেলা ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্ব্য ও প.প. কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর, উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বণিক, প্রাণি সম্পদ কর্মকর্তা আজহারুল আলম, উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইমলাম, পৌর নিরাপদ খাদ্য পরিদর্শক নাসিমা বেগম, ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি জাহিদুল হক জাবেদ, খেলাফত মজলিসের ভৈরব উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম সাহেল, গণ অধিকার নেতা ইমতিয়াজ আহমেদ কাজল প্রমুখ।
জরুরি সভায় বক্তারা ভৈরবের ব্যবসায়িক সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর বাজার দর স্থিতিশীল রাখার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন। সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে, বাজারে কোন ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যের অবৈধ মজুত করা যাবে না, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে হবে, দ্রব্যমূল্যের তালিকা দোকানে প্রদর্শন করতে হবে, খাদ্যে কোন ধরনের ভেজাল এবং রাসায়নিক রং ব্যবহার করা যাবে না, নির্ধারিত ওজনের বিএসটিআই অনুমোদিত বাটখারা ব্যবহার করতে হবে, ইফতারিতে কোন রং ব্যবহার করা যাবে না, ইফতারি সামগ্রী অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে পরিবেশন ও নিয়মিত ঢেকে রাখতে হবে, মসলায় ভেজাল দেয়া যাবে না, মাছ, মাংস এবং ফলে রাসায়নিক পদার্থ ব্যবহার করা যাবে না, রাস্তার পাশে ফুটপাথ দখল করে ইফতার সামগ্রীর পসরা সাজিয়ে বিক্রি করা যাবে না ও ভৈরবের আলেম ওলামাদের মাধ্যমে খুতবার সময় রমযানের পবিত্রতাসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মান ও মূল্যের বিষয়ে ব্যবসায়ীদের সচেতন করার কার্যক্রম গ্রহণ করতে হবে।