# নিজস্ব প্রতিবেদক :-
গণতন্ত্রী পার্টি কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলির সদস্য গাজীপুরের কাপাশিয়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আলিম (৪৫) আজ ২৫ জানুয়ারি শনিবার সকালে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। তার মৃত্যুতে দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার আরশ আলী, ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. শহীদুল্লাহ সিকদার ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন গভীর শোক প্রকাশ করেছে। তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। আব্দুল আলিমের মৃত্যুতে একজন দক্ষ ও পরিশ্রমী নেতাকে দল হারিয়েছে বলে নেতৃবৃন্দ শোকবার্তায় জানিয়েছেন।