# মিলাদ হোসেন অপু :-
অ্যাডভোকেট আমিনুল ইসলাম মামুন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি …… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর। তিনি ভৈরব পৌর শহরের গাছতলাঘাট এলাকার অ্যাডভোকেট মরহুম এসএম আব্দুল্লাহ মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, ১৯৭৭ সালে জন্ম গ্রহণ করেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম মামুন। তিনি কিশোরগঞ্জ জেলা জজ কোর্টের একজন বিজ্ঞ আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করতেন। ভৈরব উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় ১২ বছর যাবত আইনজীবী চেম্বার পরিচালনা করে আসছিলেন। মামুনের সংসারে স্ত্রী ও ৩ জন ছেলে সন্তান রয়েছে। এ ছাড়াও তাঁর পরিবারে মা ও ভাই-বোন বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগাহী রেখে গেছেন।
তাঁর সহকর্মী অ্যাডভোকেট মোশাররফ জানান, কোর্টে আসতে দেরি হওয়ায় সহকর্মীরা তার বাসায় ডাকতে গেলে দরজা বন্ধ পায়। ডাকাডাকি করে দরজা না খোলায় সন্দেহ হলে এলাকাবাসীদের সহযোগীতায় দরজা ভেঙ্গে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। আমিনুল ইসলাম একাই কিশোরগঞ্জ শহরে একটি ভাড়া বাসায় থাকতো। আর পরিবারের লোকজন ভৈরবে থাকতো।
এদিকে তাঁর মৃত্যুর খবর সোস্যাল মিডিয়া ফেসবুকে ছড়িয়ে পড়লে বন্ধু মহল থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি পেশা মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। ৯ জুলাই বৃহস্পতিবার বাদ এশা কমলপুর মাদ্রাসায় নামাজে জানাজা শেষে দাফন করা হবে।
অ্যাডভোকেট আমিনুল ইসলাম মামুন এর মৃত্যুতে দৈনিক পূর্বকণ্ঠ পরিবারের পক্ষ থেকে সম্পাদক সোহেল সাশ্রু গভীর শোক প্রকাশ করেন ও শোক সন্তুপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। মহান আল্লাহ তায়ালা মরহুম আমিনুল ইসলাম মামুনকে যেন জান্নাতের সর্বোচ্চ স্থান জান্নাতুল ফেরদাউস করেন সেই কামনা করেন।
এছাড়া এসএসসি ৯৪ ব্যাচ এর বন্ধু মহল শোক প্রকাশ করেছেন।