# সোহেলুর রহমান :-
ভৈরব শহর এখন ছিনতাইকারীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। প্রতিদিনই হচ্ছে চুরি ছিনতাই। আতঙ্কে দিনাতিপাত করছে সাধারণ মানুষ।
৭ জানুয়ারি মঙ্গলবার সকাল ৭টায় ভৈরব শহরের সিরাজ নগর এএসপি সার্কেলের অফিসের সামনের রাস্তা থেকে ৩ জনের ছিনতাইকারী দল ধারলো অস্ত্রের ভয় দেখিয়ে নেসার আহমেদ নামের এক কয়লা ব্যবসায়ীর নিকট ১ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। ছিনতাই কবলিত ব্যবসায়ীর বাড়ি সুনামগঞ্জের তাহিরপুর এলাকায়। ৬ জানুয়ারি সোমবার সকাল ৮টায় একই এলাকায় ভিকচান মিয়া নামের এক মাছ ব্যবসায়ীর কাছ থেকে ৮ হাজার টাকা ও তিনটি বোয়াল মাছ ছিনিয়ে নিয়ে যায় ৩ জনের ছিনতাইকারী দল। ৫ জানুয়ারি রোববার সন্ধ্যায় এএসপি সার্কেল অফিসের সামনের রাস্তা থেকে কয়েকজন ছিনতাইকারী ৫ জন পথচারীকে আটক করে ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা ও ৫টি মূল্যবান মোবাইল ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। ৪ জানুয়ারি পাওয়ার হাউজের সামনের রাস্তা থেকে এক পশু ব্যবসায়ীর একটি ছাগল নিয়ে যায় ছিনতাইকারীরা। ডিসেম্বর মাসের শেষ দিকে স্থানীয় এক সাংবাদিকের বোন চট্টগ্রাম থেকে ভোররাত ৪টায় ভৈরব রেলস্টেশনে নেমে বাসায় যাওয়ার সময় শহরের বঙ্গবন্ধু সড়কে ছিনতাইয়ের কবলে পড়ে। এসময় ছিনতাইকারীরা তার ৫ ভরি স্বর্ণালংকার ও একটি দামি মোবাইল নিয়ে যায়। গত একমাসে ভৈরব শহরে কমপক্ষে শতাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটে। ভৈরব পৌর শহরের নাটাল মোড়, রেলস্টেশন রোড, দড়ি চণ্ডিবের, স্টেডিয়ামের সামনে, ভৈরবপুর গার্লস স্কুলের সামনে, বঙ্গবন্ধু সরণি নদী বাংলা সেন্টার পয়েন্টে, আইস কোং মোড়, ঘোড়াকান্দা, নিউটাউন, পঞ্চবটি, নদীর পাড়, শম্ভুপুর কবরস্থান, পানাউল্লাচর ভূষির মিল, মেঘনা নদীর পাড়, ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে প্রতিদিন এসব ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এছাড়া শহরে প্রতিদিন চুরি, ডাকাতির ঘটনা ঘটে যাচ্ছে। এদিকে সন্ধ্যা হতেই ভৈরব সদরের সাথে গজারিয়া, মানিকদী ও জামালপুরগামী মানুষদের চলাচল বন্ধ হয়ে যায়। এ রাস্তা দিয়ে ছোট ছোট যানবাহন অনেক দিন ধরেই সন্ধ্যার পর বন্ধ রয়েছে। মাদক সেবনকারী, সন্ত্রাসী, কিশোর গ্যাং সদস্যরা এসব ছিনতাইয়ের সাথে জড়িত রয়েছে বলে স্থানীয় সূত্র জানায়। পুলিশ বলছে শহরের আইনশৃংখলা ঠিক রাখতে তারা কাজ করছে, তবে শহরের সকল রোড নিরাপত্তা দেয়ার মত পুলিশের সংখ্যা নেই বলে পুলিশ জানায়।
স্থানীয় ব্যবসায়ী রশিদ মিয়া বলেন, শহরের পাওয়ার হাউজ, নাটাল মোড়, সিরাজ নগর সড়ক, সার্কেল অফিসের সামনের সড়ক এখন ছিনতাইকারীদের স্বর্গরাজ্য। প্রতিদিন এখানে ছিনতাই হলেও পুলিশের ভূমিকা নিরব। রিকসা চালকরা রাত ১০টার পর রিকসা নিয়ে বের হয় না, ছিনতাইকারীদের ভয়ে। ছিনতাইকারীরা তাদের কষ্টার্জিত টাকা পয়সা ও নিয়ে যাচ্ছে। মানুষ আতঙ্কিত অবস্থায় চলাচল করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, নাটাল মোড়, সিরাজ নগর সড়ক, সার্কেল অফিসের সামনের সড়কে ভৈরবপুর উত্তরপাড়ার কুখ্যাত ছিনতাইকারী বাচ্চু মিয়ার ছেলে ইফরান, উত্তর পাড়ার নিদার বাড়ির বাঘা ওরফে সাগর, রুমান গং নাটালের মোড় সিরাজ নগর সড়কে প্রতিদিনই ছিনতাই করছে। এদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
ভৈরব থানার সদ্য যোগদান করা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী জানান, আমি মাত্র ৬ দিন আগে থানায় যোগদান করেছি। চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক বন্ধ করাসহ আইনশৃংখলা ঠিক রাখতে আমি কাজ করব। তিনি বলেন, আজ সকালে টাকা ছিনতাইয়ের বিষয়টি আমি শুনেছি, তবে ভূক্তভোগী থানায় এসে অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নিব। থানায় যোগদানের পর আমি জানতে পারি ভৈরবে প্রতিমাসেই কয়েকজন ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। কিন্তু তারা সহজেই আদালত থেকে জামিন নিয়ে কারাগার থেকে বের হয়ে আবারও অপরাধে জড়িয়ে পড়ে। তিনি আরও বলেন শহরের প্রতিটি রোড নিরাপত্তা দেয়ার মত পুলিশের সংখ্যা থানায় নেই। তাই স্থানীয় জনগণকে সচেতন হতে হবে, সোচ্ছার হতে হবে। এরপরও আইনশৃংখলা রক্ষায় শহরে পুলিশের টহল জোড়দার করা হবে বলে তিনি জানান।