# মো. আল আমিন টিটু :-
ভৈরবপুর আদর্শ বিদ্যানিকেতনের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ করা হয়েছে। ৩১ ডিসেম্বর মঙ্গলবার সকালে শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে এই ফলাফল ও পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন। এতে সভাপতিত্ব করেন, ভৈরবপুর আদর্শ বিদ্যানিকেতনের সভাপতি আলহাজ্ব মো. মোজাম্মেল হক। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত, ভৈরব কয়েল শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মুরাদ আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন, শিমুলকান্দি ডিগ্রি কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এ.বি.এম শামী, সরকারি হাজী আসমত কলেজ প্রভাষক বরকত উল্লাহ পাঠান, স্বপ্ননীল এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী সাইফুল ইসলাম সোহেল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, অধ্যাপক কাজী জাফর হোসেন।