• শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে ৪৩ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও সহায়ক উপকরণ প্রদান কটিয়াদীতে ভাঙা সেতুর কারনে হাজার হাজার মানুষের চলাচলে দুর্ভোগ ডাকসু-জাকসু নির্বাচনে শেখ হাসিনার ইঞ্জিনিয়ারিংকেও হার মানিয়েছে …….. মোনায়েম মুন্না খালেদা জিয়া সাড়ে ৬ বছর জেল খেটেছেন দলটা ধবংস করবেন না …… মোনায়েম মুন্না ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা আগামী ১৬ সেপ্টেম্বর বাজিতপুরে ‘জুলাই যোদ্ধা’ রাকিব হত্যার এক মাসেও গ্রেপ্তার হয়নি কেউ, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ৬৩ জন কৃষক ঋণ গ্রহন না করেও ঋণ খেলাপী, ভৈরব জনতা ব্যাংকের ম্যানেজারসহ দুইজন বরখাস্ত ইমুতে ৩ মাসের পরিচয়: অতঃপর ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার ময়মনসিংহের আওয়ামী লীগ নেতা অনু কিশোরগঞ্জে গ্রেপ্তার কিশোরগঞ্জে ৯ বছর পর হচ্ছে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন কাউন্সিলর ২১০৭

ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে দোকানপাট বাড়িঘর ভাঙচুরসহ ১৫ জন আহত

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১০/১২টি দোকানপাট ও বাড়িঘর ভাঙচুরসহ ১৫ জন আহত হয়েছে। ৫ জানুয়ারি রোববার রাত ১০টায় পৌর শহরের চণ্ডিবের বেপারী বাড়ি ও কাজি বাড়ির মধ্যে এই সংঘর্ষ হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় আহতদের মধ্যে সারোয়ার ও মিরাজ ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এ ছাড়াও আহত হয়েছে, ইমন, অলি, ইয়াফি, রাফি, রতন, ইমরান, নয়ন ও উজ্জ্বলসহ ১৫ জন।
এ বিষয়ে স্থানীয়রা জানান, সপ্তাহখানেক আগে পৌর শহরের পলতাকান্দা বালুর মাঠে খেলা নিয়ে কাজি বাড়ির কাউসার মিয়ার ছেলে ইমনের সাথে বাকবিতণ্ডা হয় বেপারী বাড়ির মাহবুবের ছেলে অলি মিয়ার। ৪ জানুয়ারি স্কুলে গেলে অলি ও ইমনের মধ্যে আবারো ঝগড়া হয়। পরে বাড়ির কাছে ইমনকে পেয়ে মারধর করে অলিসহ তার সাঙ্গপাঙ্গরা। এ বিষয়ে ৫ জানুয়ারি রাত নয়টায় সালিশি দরবার হওয়ার কথা ছিল। ওই দিন বিকালে শহরের কালিপুরে গিয়ে ইমন তার সাঙ্গপাঙ্গরা মিলে অলিকে মারধর করে। খবর পেয়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করে। রাত ১০টায় উভয় পক্ষ ইট পাটকেল, দা, বল্লম, লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় ১৫ জন আহত হয়। সেই সাথে ১০/১২টি বাড়িঘর দোকানপাট ভাঙচুর করা হয়েছে।
স্থানীয়রা আরো জানান, দুই গ্রুপের সংঘর্ষে মধ্যস্থানে থাকা নিরপরাধ মানুষদের বাড়িঘর দোকান পাট ভাঙচুর হয়েছে। এটি অমানবিক। অপরাধীদের কঠোর বিচারের আওতায় আনতে হবে।
এ বিষয়ে ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী নাজির মিয়া ও আরমান মিয়া বলেন, আমরা বেপারী বাড়ি ও কাজি বাড়ির মধ্যে অবস্থান করছি। গত বছরও তাদের ঝগড়া হয়েছে। ঝগড়া হলেই রাস্তার পাশে থাকা আমাদের বাড়িঘর দোকান পাট ভাঙচুর করে। এর থেকে আমরা পরিত্রাণ চাই। দোষীদের বিচার চাই।
এ বিষয়ে কাজি বাড়ির কামাল মিয়া বলেন, ৪ তারিখে আমার ছেলে অন্যায় করার পর আমি বিচার দিতে গিয়ে সবার সাথে কথা বলে ৫ তারিখে রাত ৯টায় দরবার হবে বলে জানতাম। কিন্তু আমার ছেলেকে অলি মারধর করেছে। পরে বিষয়টি নিয়ে সংঘর্ষে রূপ নেয়।
এ বিষয়ে বেপারী বাড়ির মাহবুব মিয়া বলেন, আমার ছেলে অলিকে স্কুলে মারধর করেছে কামাল মিয়ার ছেলে ইমন। পরবর্তীতে ৫ জানুয়ারি কালিপুর এলাকায় আমি ছেলেকে সাথে নিয়ে গিয়ে হালিম বিক্রি করতে গেলে সেখানে ইমন তার সাঙ্গপাঙ্গদের নিয়ে আমার ও ছেলের উপর আক্রমণ করে। এসময় স্থানীয়রা আমাদেরকে বাঁচিয়ে দেয়।
এ বিষয়ে ১০নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর মাহিন সিদ্দিক বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ছোট ছেলেরা ঝগড়া করেছে। এতে সাধারণ মানুষের বেশি ক্ষতি হয়েছে। স্থানীয়দের সাথে নিয়ে দোষীদের শনাক্ত করে সালিশ দরবার করে কঠোর বিচার করা হবে।
ভৈরব থানা অফিসার ইনচার্জ খন্দকার ফুহাদ রুহানী জানান, খবর পেয়ে তৎক্ষণাৎ পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *