# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে বালু বোঝাই বাল্কহেড থেকে উদ্ধার হওয়া ১০১টি বস্তায় ৬৮ লক্ষ টাকার অবৈধ ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, থ্রী পিস ও চাদরসহ বিভিন্ন বস্ত্র পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত ৪ জনকে ৪ জানুয়ারি শনিবার সকালে আদালতে প্রেরণ করেছেন বলে এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব নৌ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান। ৩ জানুয়ারি শুক্রবার বিকাল ৪টায় কালিপুর পাওয়ার প্লান্ট এলাকা মেঘনা নদী থেকে বাল্কহেডটি আটক করা হয়। এ সময় বাল্কহেডের মাঝিসহ চারজনকে আটক করেছে নৌ পুলিশ।
এ ঘটনায় আটককৃতরা হলো, বাল্কহেড মাঝি বরগুনা জেলার সদর থানার ডালভাঙ্গা গ্রামের রসিদ মিয়া ছেলে রুবেল মিয়া (৩৭) ও সহযোগী একই উপজেলার চরগাছিয়া গ্রামের সোহরাফ মিয়ার ছেলে মিজানুর রহমান (২২), সুনামগঞ্জের বালিকান্দি গ্রামের মৃত মোবারকের ছেলে কামাল মিয়া (২৫) ও একই জেলার মইনপুর গ্রামের ছাইফুল মিয়ার ছেলে জিহান মিয়া (১৮)।
নৌ থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা নদীতে টহল জোরদার করা হয়। বিকাল চারটায় নৌ থানা পুলিশের উপ-পরিদর্শক নাসির উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে কালিপুর পাওয়ার প্লান্ট এলাকার মেঘনা নদী থেকে প্রথমে বাল্কহেড নৌকাটি আটক করে। পরে বাল্কহেডটি নৌকাটি ফেরিঘাট এলাকার জেটি ঘাট এলাকায় এনে তল্লাশি করে বালু বোঝাই বাল্কহেডের একপাশে রাখা ভারতীয় পণ্য বোঝাই ১০১টি বস্তা উদ্ধার করা হয়। এসময় বাল্কহেডের মাঝি ও সহযোগী ও চোরাচালানের সাথে জড়িত দুই জনসহ মোট চারজনকে আটক করা হয়।
এ বিষয়ে বাল্কহেডের মাঝি রসিদ মিয়া জানান, দুই দিন আগে ৭ হাজার টাকার বিনিময়ে সুনামগঞ্জ থেকে ভারতীয় বস্ত্রের বস্তা নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলাম। সুনামগঞ্জ এলাকার আলাউদ্দিন মিয়া নামের এ ব্যক্তির নির্দেশেই মালামালগুলো ঢাকার নিয়ে যাওয়া হচ্ছিল।
এ বিষয়ে চোরাকারবারী জিহান মিয়া জানান, চার হাজার টাকার বিনিময়ে সুনামগঞ্জ এলাকার আলাউদ্দিন মিয়ার কথায় বাল্কহেডের সাথে করে ঢাকায় যাচ্ছিলাম আমরা। কথা হয় ঢাকায় গেলে পণ্য বুঝে পাওয়া ব্যক্তিরা আমাদের ঢাকা থেকে সুনামগঞ্জে ফেরার বাসে তুলে দিবেন।
এ বিষয়ে ভৈরব নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, শুক্রবার বিকেল ৪টায় জব্দ করা ভারতীয় পণ্য শনিবার সকালে ১০১ বস্তা মালামালের সিজার লিষ্ট করা হয়েছে। বস্তাগুলোতে আনুমানিক ৬৮ লক্ষ টাকার মালামাল রয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। সবগুলোই ভারতীয় পণ্য। সুনামগঞ্জ থেকে মালামালগুলো ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। পণ্যগুলোর মধ্যে শাড়ী বেশি রয়েছে। কে বা কারা জড়িত এখনো কোন সুস্পষ্ট তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে। আটক জড়িত চারজনকে কারাগারে প্রেরণ করা হয়েছে।