• রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জে আওয়ামী লীগ ছাত্র লীগের দুই শীর্ষ নেতাসহ আটক ৪ কিশোরগঞ্জে রুশ বিপ্লব ও বাসদের (মার্ক্সসবাদী) প্রতিষ্ঠাবার্ষিকী স্ত্রী ও এক শিশুপুত্র রেখে মালদ্বীপে নৌদুর্ঘটনায় মারা গেলেন আলমগীর নিকলীতে পপির উদ্যোগে গ্লোবাল ডে অফ ক্লাইমেট অ্যাকশন পালিত ভৈরবে এনসিপির কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সভা কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে ভৈরবে বিক্ষোভ হাওরের ট্রলারে রহস্যজনক আগুন মথ ডালে রং মিশিয়ে মুগ ডাল তৈরি, অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন, ভৈরবে ৫ খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানকে ৭ লক্ষ ৬০ হাজার টাকা অর্থদণ্ড জেলা জামায়াত আমিরের গণসংযোগ অব্যাহত প্রবৃদ্ধি প্রকল্পের আওতায় ভৈরব পৌরসভায় আধুনিক সবজি, মাছ, মাংস শেড এবং গণশৌচাগার উদ্বোধন করলেন পৌর প্রশাসক

নবান্ন মৌসুম শুরু হলেও কৃষকের মন ভাল নেই

জমিতে চতুর্থবার কীটনাশক স্প্রে করতে যাচ্ছেন কৃষক বুলু হোসেন -পূর্বকণ্ঠ

নবান্ন মৌসুম শুরু হলেও
কৃষকের মন ভাল নেই

# মোস্তফা কামাল :-
১৬ নভেম্বর শনিবার পহেলা অগ্রহায়ণ থেকে দেশে শুরু হয়েছে নবান্ন মৌসুম। তবে আমন ধান কাটা শুরু হয়ে যায় আরও অন্তত সপ্তাহখানেক আগে থেকেই। এসময় কৃষকদের ঘরে শুরু হয়ে যায় নবান্ন উৎসব। নতুন ধানের আগমনে একদিকে যেমন বাজার থেকে চাল কিনতে হবে না, আবার নতুন ধানের পিঠা-পায়েস তৈরি আর খই ভাজার একটা উৎসব চলতে থাকে।
এখন বছরের দ্বিতীয় প্রধান ধান আমন কাটা শুরু হয়েছে। কিন্তু কিশোরগঞ্জের কৃষদের মন ভাল নেই। কারণ এবার প্রায় সকল কৃষকের জমিতেই মাজরা পোকার আক্রমণের কারণে ধানে চিটা হয়েছে। ফলন অনেক কম হয়েছে। ১৬ নভেম্বর শনিবার জেলার দুটি উপজেলা ঘুরে কৃষকদের সাথে কথা বলে এমন চিত্রই পাওয়া গেছে। দেখা গেছে, কৃষকরা কোন জমিতে ধান কাটছেন, কোন জমি থেকে ধানের বোঝা বাড়িতে নিচ্ছেন। আবার কোন জমিতে মাড়াই কল বসিয়ে ধান মাড়াই করছেন। অন্যদিকে কোন কৃষককে আবার শেষ মুহুর্তে জমিতে কীটনাশক ছিটাতে যেতে দেখা গেছে। এরা সবাই এবার ফলন বিপর্যয়ের কথা জানিয়েছেন।
কটিয়াদী উপজেলার ধুলদিয়া-সহস্রাম ইউনিয়নের আলহাজ্ব আমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কাচারি পাড়া গ্রামের মো. আব্দুল লতিফ জানিয়েছেন, তিনি এবার তিন কানি (১০৫ শতাংশ) জমিতে আমন ধান করেছিলেন। সকল জমিতেই পোকার আক্রমণে ফলন কম হয়েছে। একটি জমিতে তিনি ‘ধানি গোল্ড’ জাতের ধান রোপন করেছিলেন। শনিবার এসব ধান শ্রমিক দিয়ে বাড়ি নিয়ে গেছেন। গতবছর প্রতি কানিতে এই ধানের ফলন হয়েছিল ২২ মণ। এবার ১২ মণের মত হবে বলে আশঙ্কা করছেন। এলাকার সকলের জমিতেই পোকার আক্রমণ হয়েছে বলে তিনি জানিয়েছেন। ধানের শীষ বের হওয়ার পরই বহু শীষ চিটা হয়ে গেছে। দু-তিনবার করে কীটনাশক ছিটিয়েও কাজ হয়নি।
একই এলাকার বৃদ্ধ কৃষক বুলু হোসেনকে দেখা গেছে, একটি স্প্রে মেশিন কাঁধে চাপিয়ে জমিতে যাচ্ছেন কীটনাশক ছিটাতে। তিনি বললেন, পার্শ্ববর্তী পুরুরা এলাকায় তিনি দুই কানি জমিতে ‘ব্রিধান-৪৯’ আবাদ করেছেন। এ পর্যন্ত তিনবার কীটনাশক দিয়েছেন। কাজ হয়নি। শনিবার চতুর্থবার কীটনাশক ছিটাতে যাচ্ছিলেন। এর ফলে একদিকে যেমন ফলন বিপর্যয় হচ্ছে, অন্যদিকে খরচও বেড়ে যাচ্ছে। তিনি গতবছর প্রতি কানিতে এই ধান আবাদ করে ২২ মণ ধান পেয়েছিলেন। এবার ১৫ মণ হবে কি না, সংশয়ে আছেন। একই এলাকার কৃষক শাহজাহান মিয়াকে দেখা গেছে জমির ধান কাটছিলেন। তিনিও জানান, আধা কানি জমিতে ‘ব্রিধান-৪৯’ আবাদ করা হয়েছিল। কিন্তু ফলন গতবছরের তুলনায় এক-তৃতীয়াংশ কম হবে বলে ধারণা করছেন।
সদর উপজেলার যশোদল ইউনিয়নের ইছাশুর গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম জানিয়েছেন, তিনি এবার চার কানি জমিতে ‘ব্রিধান-২৯’ এবং ‘মুক্তা’ ধান আবাদ করেছিলেন। গতবছর প্রতি কানিতে পেয়েছিলেন ১৭ মণ। এবার পাবেন ১২ মণ। একই গ্রামের কৃষক আতিকুর রহমানকে তার জমিতে মাড়াই কল বসিয়ে শ্রমিক দিয়ে ধান মাড়াই করতে দেখা গেছে। তিনি জানিয়েছেন, ১৩ শতাংশ জমিতে এবার হাইব্রিড ধানের আবাদ করেছিলেন। গতবছর পেয়েছিলেন ৬ মণ। এবার পাবেন তিন মণের মত। তার ভাই আজিজুর রহমানের জমির ধানেরও একই অবস্থা। প্রতিটি জমিতেই প্রচুর ধান চিটা হয়ে গেছে বলে জানালেন।
মাড়াই কলের শ্রমিক আব্দুল করিম জানালেন, তারা পাঁচজন মিলে মাড়াই কল দিয়ে কৃষকদের জমিতে এবং বাড়ি বাড়ি গিয়ে ধান মাড়াই করেন। বোরো মৌসুমেও মাড়াই করেন। প্রতি কানি জমির ধান মাড়াই করে পারিশ্রমিক হিসেবে এক মণ ধান পেয়ে থাকেন। ধানের ফলন ভাল হলে ভাল রোজগার হয়। কিন্তু এবার ফলন কম বলে রোজগারও কম হবে বলে মনে করছেন।
এদিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ বলেছেন, একটি জমিতে অন্তত তিনবার কীটনাশক প্রয়োগ করতে হয়। কিন্তু এবার অক্টোবরে একাধিকবার বৃষ্টিপাত হয়েছিল। তখন কৃষকরা যে কীটনাশক ব্যবহার করেছেন, সেগুলি ধুয়ে চলে গেছে। অন্যদিকে মাজরা পোকার জন্যও একটা অনুকূল পরিবেশ তৈরি হয়েছিল। যে কারণে এবার মাজরা পোকার আক্রমণে চিটা বা নেক ব্লাস্টের প্রাদুর্ভাব দেখা গেছে। এর ফলেই ফলনে বিরূপ প্রভাব পড়েছে।
জেলা খামারবাড়ি সূত্রে জানা গেছে, এবার জেলায় সকল জাতের আমন ধানের আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৮৫ হাজার হেক্টর জমিতে। আর চালের উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২ লাখ ৮০ হাজার ৮৫০ মেট্রিকটন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *