# নিজস্ব প্রতিবেদক :-
অষ্টগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের পাঁচটি গাছ কেটে ফেলেছেন প্রধান শিক্ষক নাসিমা আক্তার ও তাঁর স্বামী সহকারী শিক্ষক মিজানুর রহমান। এ বিষয়ে মো. রেশম আলী নামে বিদ্যালয়ের এক প্রতিবেশী ২ জুলাই উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। তাতে তিনি গাছগুলো আত্মসাত করা হয়েছে বলে উল্লেখ করেছেন। ওই দম্পতি বিদ্যালয় ভবনের দ্বিতীয় তলায় সপরিবারে বসবাস করছেন বলেও জানা গেছে।
অভিযোগে বলা হয়েছে, রেশম আলী ১ জুলাই বিদ্যালয়ের পাশ দিয়ে যাওয়ার সময় দেখতে পান, কাঠুরিয়া লাগিয়ে দুটি ইউকেলিপটাস, দুটি মেহগিনি ও একটি কাঁঠাল গাছ কাটা হচ্ছে। পরে জানতে পারেন গাছগুলো প্রধান শিক্ষক নাসিমা আক্তার ও তাঁর স্বামী একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান নিয়ে গেছেন। গাছগুলোর মূল্য আনুমানিক এক লাখ টাকা।
অভিযোগে বলা হয়, সরকারি পরিপত্র অনুযায়ী বিদ্যালয়ের কোন গাছ কাটার জন্য উপজেলা সমন্বয় কমিটি রয়েছে। কিন্তু সমন্বয় কমিটিকে না জানিয়ে প্রধান শিক্ষক ও তাঁর স্বামী পাঁচটি গাছ কেটে ফেলেছেন। এর বিরুদ্ধে রেশম আলী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে অভিযোগকারী রেশম আলীকে প্রশ্ন করলে বলেন, ব্যক্তিগতভাবে আত্মসাতের জন্য যথাযথ কর্তৃপক্ষকে না জানিয়ে গাছগুলো কাটা হয়েছে। প্রথমে তাঁরা গাছগুলো উপজেলা সদরের একটি করাতকলে পাঠিয়ে দিয়েছিলেন। কিন্তু অভিযোগের পর জানাজানি হলে সেগুলি আবার বিদ্যালয়ে ফিরিয়ে আনা হয়েছে। তিনি আরও জানান, ওই শিক্ষক দম্পতির বাড়ি উপজেলার বাঙ্গালপাড়া এলাকায়। কিন্তু তাঁরা বিদ্যালয়ের দোতলায় শ্রেণিকক্ষ দখল করে বাসা বানিয়ে সপরিবারে বসবাস করছেন। বিদ্যালয়ের বিদ্যুৎ ও পানিসহ যাবতীয় সুবিধা ভোগ করছেন বলেও রেশম আলী জানিয়েছেন। এ বিষয়েও পরবর্তীতে পৃথক অভিযোগ দেবেন বলে তিনি জানিয়েছেন। তিনি জানান, প্রয়াত হাজী মো. আব্দুল্লাহ দাতা ও প্রতিষ্ঠাতা হিসেবে বিদ্যালয়টি ১৯৮৯ সালে প্রতিষ্ঠা করেন। দাতার পরিবারের পক্ষ থেকে রেশম আলীকে দায়িত্ব দেওয়া হয়েছে বিদ্যালয়টির খোঁজখবর রাখার জন্য। ফলে তিনি দায়িত্ব হিসেবেই এসবের খোঁজ রাখছেন বলে রেশম আলী জানিয়েছেন।
গাছ কাটাসহ যাবতীয় অভিযোগের বিষয়ে জানার জন্য প্রধান শিক্ষক নাসিমা আক্তার ও তাঁর স্বামী সহকারী শিক্ষক মিজানুর রহমানের মোবাইল ফোন নম্বরে একাধিকবার ফোন করলেও তাঁরা রিসিভ করেননি।
অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোছা. দিলশাদ জাহানকে ফোন করলে তিনি লিখিত অভিযোগের কথা স্বীকার করে বলেছেন, গাছগুলো বিদ্যালয়ের প্রয়োজনেই কাটা দরকার ছিল। এর জন্য একটি কমিটি রয়েছে। কিন্তু কমিটিকে না জানিয়ে নিয়ম বহির্ভুতভাবে গাছগুলো কাটা হয়েছে। তবে এসব গাছ ব্যক্তিগতভাবে আত্মসাতের কোন সুযোগ নেই। গাছগুলো এখন বিদ্যালয়েই রাখা আছে। এরপরও নিয়মের লংঘন করায় সংশ্লিষ্টদের কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হবে। সন্তোষজনক কারণ দেখাতে না পারলে তখন বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।