• রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০৫:১২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন চিকিৎসার জন্য কিশোরগঞ্জ থেকে আর কোন রোগীকে আর ঢাকায় যেতে হবে না …….. স্বাস্থ্য সচিব ছুটি ছাড়াই চেয়ারম্যান তিন মাস ধরে ইতালিতে, ইউএনও কিছু জানেন না নেদারল্যান্ডসের শিশু নোবেলের মনোনয়ন পেলেন কিশোরগঞ্জের মেধাবী ছাত্র মাহবুব আল হাসান ভৈরবে পচা ডিমে কেক তৈরি ও ভেজাল শিশু খাদ্য উৎপাদনসহ বিভিন্ন অপরাধে ৫ প্রতিষ্ঠানকে ৭ লক্ষ টাকা জরিমানা কুলিয়ারচরে রুরাল কেজি এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটির বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কুলিয়ারচরে মুদির দোকানে অগ্নিকাণ্ডে ৬ লক্ষ টাকার ক্ষতি শোক-শ্রদ্ধা আর ভালোবাসায় শেষ বিদায় নিলেন ভৈরবের প্রবীণ ভাষা সৈনিক জহিরুল হক কটিয়াদীতে দৃষ্টিশক্তি হারিয়ে থেমে গেছে মর্জিনার লেখাপড়া করিমগঞ্জের গুণধর ইউনিয়ন জামায়াতে ইসলামীর ২নং ওয়ার্ড শাখার উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিদ্যালয়ের ৫টি গাছ কেটে ফেললেন শিক্ষক দম্পতি থাকেন বিদ্যালয় ভবনে

বিদ্যালয় চত্বরে রাখা কাটা গাছগুলো -পূর্বকণ্ঠ

বিদ্যালয়ের ৫টি গাছ কেটে
ফেললেন শিক্ষক দম্পতি
থাকেন বিদ্যালয় ভবনে

# নিজস্ব প্রতিবেদক :-
অষ্টগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের পাঁচটি গাছ কেটে ফেলেছেন প্রধান শিক্ষক নাসিমা আক্তার ও তাঁর স্বামী সহকারী শিক্ষক মিজানুর রহমান। এ বিষয়ে মো. রেশম আলী নামে বিদ্যালয়ের এক প্রতিবেশী ২ জুলাই উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। তাতে তিনি গাছগুলো আত্মসাত করা হয়েছে বলে উল্লেখ করেছেন। ওই দম্পতি বিদ্যালয় ভবনের দ্বিতীয় তলায় সপরিবারে বসবাস করছেন বলেও জানা গেছে।
অভিযোগে বলা হয়েছে, রেশম আলী ১ জুলাই বিদ্যালয়ের পাশ দিয়ে যাওয়ার সময় দেখতে পান, কাঠুরিয়া লাগিয়ে দুটি ইউকেলিপটাস, দুটি মেহগিনি ও একটি কাঁঠাল গাছ কাটা হচ্ছে। পরে জানতে পারেন গাছগুলো প্রধান শিক্ষক নাসিমা আক্তার ও তাঁর স্বামী একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান নিয়ে গেছেন। গাছগুলোর মূল্য আনুমানিক এক লাখ টাকা।
অভিযোগে বলা হয়, সরকারি পরিপত্র অনুযায়ী বিদ্যালয়ের কোন গাছ কাটার জন্য উপজেলা সমন্বয় কমিটি রয়েছে। কিন্তু সমন্বয় কমিটিকে না জানিয়ে প্রধান শিক্ষক ও তাঁর স্বামী পাঁচটি গাছ কেটে ফেলেছেন। এর বিরুদ্ধে রেশম আলী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে অভিযোগকারী রেশম আলীকে প্রশ্ন করলে বলেন, ব্যক্তিগতভাবে আত্মসাতের জন্য যথাযথ কর্তৃপক্ষকে না জানিয়ে গাছগুলো কাটা হয়েছে। প্রথমে তাঁরা গাছগুলো উপজেলা সদরের একটি করাতকলে পাঠিয়ে দিয়েছিলেন। কিন্তু অভিযোগের পর জানাজানি হলে সেগুলি আবার বিদ্যালয়ে ফিরিয়ে আনা হয়েছে। তিনি আরও জানান, ওই শিক্ষক দম্পতির বাড়ি উপজেলার বাঙ্গালপাড়া এলাকায়। কিন্তু তাঁরা বিদ্যালয়ের দোতলায় শ্রেণিকক্ষ দখল করে বাসা বানিয়ে সপরিবারে বসবাস করছেন। বিদ্যালয়ের বিদ্যুৎ ও পানিসহ যাবতীয় সুবিধা ভোগ করছেন বলেও রেশম আলী জানিয়েছেন। এ বিষয়েও পরবর্তীতে পৃথক অভিযোগ দেবেন বলে তিনি জানিয়েছেন। তিনি জানান, প্রয়াত হাজী মো. আব্দুল্লাহ দাতা ও প্রতিষ্ঠাতা হিসেবে বিদ্যালয়টি ১৯৮৯ সালে প্রতিষ্ঠা করেন। দাতার পরিবারের পক্ষ থেকে রেশম আলীকে দায়িত্ব দেওয়া হয়েছে বিদ্যালয়টির খোঁজখবর রাখার জন্য। ফলে তিনি দায়িত্ব হিসেবেই এসবের খোঁজ রাখছেন বলে রেশম আলী জানিয়েছেন।
গাছ কাটাসহ যাবতীয় অভিযোগের বিষয়ে জানার জন্য প্রধান শিক্ষক নাসিমা আক্তার ও তাঁর স্বামী সহকারী শিক্ষক মিজানুর রহমানের মোবাইল ফোন নম্বরে একাধিকবার ফোন করলেও তাঁরা রিসিভ করেননি।
অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোছা. দিলশাদ জাহানকে ফোন করলে তিনি লিখিত অভিযোগের কথা স্বীকার করে বলেছেন, গাছগুলো বিদ্যালয়ের প্রয়োজনেই কাটা দরকার ছিল। এর জন্য একটি কমিটি রয়েছে। কিন্তু কমিটিকে না জানিয়ে নিয়ম বহির্ভুতভাবে গাছগুলো কাটা হয়েছে। তবে এসব গাছ ব্যক্তিগতভাবে আত্মসাতের কোন সুযোগ নেই। গাছগুলো এখন বিদ্যালয়েই রাখা আছে। এরপরও নিয়মের লংঘন করায় সংশ্লিষ্টদের কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হবে। সন্তোষজনক কারণ দেখাতে না পারলে তখন বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *