• বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
মব জাস্টিস গণপিটুনি বন্ধ করুন দোষীকে আইনের হাতে দিন ……… সমন্বয়ক সাঈদ ভৈরবে মেঘনা নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন পানি উন্নয়ন বোর্ড ও বিএডিসি কর্তৃপক্ষ নরসিংদীর নতুন সিভিল সার্জন ডা. আমিরুল হক নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার নতুন সভাপতি সাবেক প্যানেল মেয়র মো. আরিফুল ইসলাম বিএনপি ক্ষমতায় এলে ভৈরব রক্ষায় আগানগর থেকে জগন্নাথপুর পর্যন্ত বেড়িবাঁধ হবে …..শরীফুল আলম ভৈরব শহর রক্ষা বাঁধ নির্মাণের দাবীতে মানববন্ধন নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান বাজিতপুরে চার কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক হোসেনপুরে কমিউনিটি পুলিশ বিটের সভা ভৈরবে মেঘনা নদীর ভাঙ্গন রক্ষায় জিও ব্যাগে বালু ফেলছেন সেনাবাহিনী মেঘনার নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিলেন মানবিকতার ভৈরব পরিবার

এবারও ট্যানারি সিন্ডিকেট নতুন অজুহাত ‘লাম্পি’

মানভেদে চামড়ার স্তুপ সাজানো হচ্ছে -পূর্বকণ্ঠ

এবারও ট্যানারি সিন্ডিকেট
নতুন অজুহাত ‘লাম্পি’

# মোস্তফা কামাল :-
বেশ কয়েক বছর ধরেই ট্যানারি সিন্ডিকেটের কবলে পড়ে কিশোরগঞ্জের মৌসুমি ব্যবসায়ীদের পুজিঁতে টান পড়ছে। এবারও তাই। সেই পুরনো সিন্ডিকেট এবারও তৎপর। স্থানীয় ব্যবসায়ীরা প্রতিটি চামড়া অন্তত দুশ তিনশ টাকা লস দিয়ে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এবার ট্যানারি মালিকরা নতুন অজুহাত হিসেবে নিয়ে এসেছেন ‘লাম্পি ভাইরাস’। লাম্পির কারণে চামড়ার গুণগত মান ক্ষতিগ্রস্ত হওয়ার অজুহাত খাড়া করে বাছাই করে ভাল চামড়াও বাদ দিচ্ছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার কিশোরগঞ্জ শহরের মোরগ মহাল ও পৌর মার্কেট সড়কের সাপ্তাহিক বড় চামড়ার হাটে গিয়ে এরকম চিত্রই পাওয়া গেছে।
এবার ঈদ হয়েছে গত ১৭ জুন সোমবার। এর পরের বৃহস্পতিবারই প্রথম সাপ্তাহিক চামড়ার হাট ছিল। কিন্তু সেদিন মুষলধারে বৃষ্টির কারণে বাজারে চামড়া ওঠেনি। যে কারণে দ্বিতীয় বৃহস্পতিবারের হাটে প্রচুর চামড়ার সমারোহ দেখা গেছে। কোরবানির সময় এই হাটে কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী ময়মনসিংহ নরসিংদী, গাজীপুর এবং নেত্রকোণার কিছু এলাকা থেকেও মৌসুমি ব্যবসায়ীরা লবন মাখানো কাঁচা চামড়া নিয়ে আসেন।
ময়মনসিংহের পাগলা থানাধীন রবিলাল বাবু জানালেন, তিনি এবার ১০০ পিস চামড়া এনেছিলেন। এর মধ্যে সাভারের হেমায়েতপুরের ইকবাল ব্রাদার্স নামে ট্যানারির কাছে ৫০ পিস বিক্রি করেছেন ৯০০ টাকা করে। প্রতিটি চামড়া কেনা থেকে লবন আর পরিবহনসহ খরচই পড়েছে ৯২০ টাকা করে। বাকিগুলো ৪৫০ থেকে ৬০০ টাকা করে বিক্রি করেছেন। অন্যান্য বছরের মত এবারও পুঁিজ হারাবেন। এবার চামড়া কেনার জন্য জমি বিক্রি করেছিলেন বলে তিনি জানিয়েছেন। ইকবাল ব্রাদার্স ট্যানারির মালিক ইকবাল হোসেন নিজেই এবার চামড়া কিনতে এসেছেন। তিনি জানালেন, চামড়ার ১০টি গ্রেড আছে। এগুলি দেখে কিনতে হয়। তবে এবার বড় সমস্যা করেছে লাম্পি ভাইরাস। এর জন্য অনেক চামড়ার মান খারপ হয়ে গেছে। দেখেশুনে কিনতে হচ্ছে। কিন্তু বাজারে হাজার হাজার চামড়ার স্তুপে লাম্পি ভাইরাসের কোন চামড়া দেখা যায়নি। ব্যবসায়ীরা জানান, এটাও ট্যানারি মালিকদের একটা নতুন অজুহাত।জেলা শহরের চামড়ার হাটে স্তুপ করে রাখা বিপুল পরিমাণ লবন মাখানো চামড়া -পূর্বকণ্ঠ

সাভারের হেমায়েতপুরের চাঁদপুর ট্যানারির প্রতিনিধি নাজিম উদ্দিন জানালেন, তিনি দ্বিতীয় গ্রেডের চামড়া কিনছেন প্রতিটি ৩০০ থেকে ৫০০ টাকা করে। এবার ৫০০ পিস চামড়া কেনার লক্ষ্যমাত্রা রয়েছে। করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল এলাকার সুনীল রবিদাস নিয়ে এসেছিলেন ৪০০ পিস চামড়া। প্রতিটিতে বিনিয়োগ হয়েছে ৯০০ টাকা। কিন্তু বিক্রি করেছেন ৮৩০ টাকা করে। করিমগঞ্জের নিয়ামতপুর এলাকার ব্যবসায়ী খোকন মিয়া বড় গরুর ৫০০ পিস চামড়া নিয়ে এসেছিলেন। প্রতিটির খরচ পড়েছে ১১শ টাকা। কিন্তু ট্যানারি মালিকরা দাম বলেন ৭৫০ থেকে ৮০০ টাকা করে।
পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট এলাকার লাল মিয়া দুইরকম মানের ৩০০ পিস চামড়া এনেছিলেন। এর মধ্যে ৮০টি বিক্রি করেছেন ৫০০ টাকা করে। প্রতিটি চামড়ায় কিছু লস হয়েছে। বাকি চামড়াগুলোর প্রতিটিতে বিনিয়োগ হয়েছে গড়ে এক হাজার টাকা। ১২শ’ টাকা করে বিক্রি করতে না পারলে পুঁজি নিয়ে ঘরে ফেরা যাবে না। অথচ ট্যানারি প্রতিনিধিরা দাম বলছেন হাজারের নিচে।
সদর উপজেলার বিন্নাটি এলাকার জীবন রবিদাস বাদল এবার এক হাজার টাকা দামের ৭০ পিস চামড়া নিয়ে এসেছিলেন। ট্যানারি মালিকরা দাম বলছেন ৮০০ টাকা করে। সদর উপজেলার নীলগঞ্জের সুমন লাল রবিদাসও এক হাজার টাকা করে ৭০০ পিস চামড়া নিয়ে এসেছিলেন। ট্যানারি মালিকরা মাত্র ৭০০ থেকে ৮০০ টাকা করে বলেন।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, প্রতি বছরই বিভিন্ন ট্যানারি মালিকরা এখানে সিন্ডিকেট করে আসেন। আর ব্যবসায়ীদের বেকায়দায় ফেলে কম দামে চামড়া বিক্রি করতে বাধ্য করেন। চামড়া কেনার সময় আবার অনেক চামড়া বাছাই করে বাদও দিয়ে দেন। অথচ স্থানীয় ব্যবসায়ীরা একই আকারের সব চামড়াই প্রায় একই দামেই কেনেন।
সরকার এবার ঢাকার বাইরে প্রতিটি গরুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে ১২শ’ টাকা। কিন্তু কিশোরগঞ্জের হাটের ব্যবসায়ীরা এর কোনই সুফল পাচ্ছেন না বলে জানিয়েছেন। ট্যানারি প্রতিনিধিদের পাশাপাশি ঢাকার পোস্তার বড় বড় মধ্যস্বত্ত্বভোগি ব্যবসায়ীরাও এখানে চামড়া কিনতে আসেন। তারা এসব চামড়া নিয়ে ট্যানারির কাছেই বিক্রি করেন। এরাও সিন্ডিকেট করেই চামড়া কেনেন বলে স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন। এভাবে বছর বছর ক্ষতিগ্রস্ত হলে আগামীতে ব্যবসায়ীর সংখ্যা কমে যাবে। চামড়া ব্যবসার বড় ক্ষতি হয়ে যাবে বলেও ব্যবসায়ীরা মন্তব্য করেছেন।
স্থানীয় চামড়া ব্যবসায়ীদের এসব পচনশীল পণ্য আটকে রাখার কোন সুযোগ নেই। যে কারণে অনেকটা বাধ্য হয়ে অনেকেই তাদের চামড়া বিক্রি করে দিয়েছেন। আবার অনেকেই পরের হাটের আশায় চামড়া ফেরতও নিয়ে যান। কেউ কেউ হাটেই চাড়ার স্তুপ পলিথিনে ঢেকে ফেলে রেখেছেন পরের হাটের আশায়।
এদিকে জেলা কৃষি বিপণন কর্মকর্তা শিখা বেগমকে চামড়ার বাজার তদারকির বিষয়ে প্রশ্ন করলে বলেন, ‘চামড়ার বাজার দেখার দায়িত্ব আমাদের অফিসেরই। কিন্তু স্থানীয় ব্যবসায়ীরা আমাদের কাছে আসেন না। এরপরও আমি চামড়ার বাজারে গিয়েছিলাম। ট্যানারি মালিকরা নানা অজুহাতে সরকারের বেঁধে দেওয়া দামে চামড়া কিনতে চান না। তখন আমাদের কিছু করার থাকে না, আমরা জোরাজুরিও করতে পারি না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *