# মিঠু সূত্রধর পলাশ, নবীনগর :-
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জে অলিউর রহমান জেনারেল হাসপাতালে ডা. শাহ আলম ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
ডা. শাহ আলম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বাংলাদেশ স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. শাহ আলম উপস্থিত থেকে ১৮ মে শনিবার সারাদিন ব্যাপি বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে নিয়ে এই ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন।
এ সময় প্রায় ১ হাজার রোগীকে চিকিৎসা প্রদান শেষে বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ডা. শাহ আলম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. মো. শাহা আলম, ব্রাহ্মণবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জন ডা. মো. বেলায়েত হোসেন, নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান, কসবা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মো. নিজাম উদ্দিন, আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান ভূইয়া, অলিউর রহমান জেনারেল হাসপাতালে প্রতিষ্ঠাতা মো. অলিউর রহমান, নবীনগর প্রেসক্লাবের সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ, সাবেক ছাত্রলীগ নেতা মোজাম্মেল হক লিমন প্রমুখ।