• রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৬:০৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জে আওয়ামী লীগ ছাত্র লীগের দুই শীর্ষ নেতাসহ আটক ৪ কিশোরগঞ্জে রুশ বিপ্লব ও বাসদের (মার্ক্সসবাদী) প্রতিষ্ঠাবার্ষিকী স্ত্রী ও এক শিশুপুত্র রেখে মালদ্বীপে নৌদুর্ঘটনায় মারা গেলেন আলমগীর নিকলীতে পপির উদ্যোগে গ্লোবাল ডে অফ ক্লাইমেট অ্যাকশন পালিত ভৈরবে এনসিপির কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সভা কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে ভৈরবে বিক্ষোভ হাওরের ট্রলারে রহস্যজনক আগুন মথ ডালে রং মিশিয়ে মুগ ডাল তৈরি, অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন, ভৈরবে ৫ খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানকে ৭ লক্ষ ৬০ হাজার টাকা অর্থদণ্ড জেলা জামায়াত আমিরের গণসংযোগ অব্যাহত প্রবৃদ্ধি প্রকল্পের আওতায় ভৈরব পৌরসভায় আধুনিক সবজি, মাছ, মাংস শেড এবং গণশৌচাগার উদ্বোধন করলেন পৌর প্রশাসক

ভৈরবে মেঘনা লাইফের মৃত্যুদাবির চেক প্রদান

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর গ্রাহক মরহুমা শেফালি বেগম এর মৃত্যুদাবির চেক প্রদান করা হয়েছে। আজ শনিবার ১৮ মে বেলা ১২টায় শহরের সদর জোনাল অফিস কার্যালয়ে চেক বিতরণ কার্যক্রম, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ভৈরব সদর জোনাল অফিস ম্যানেজার আবুল কাসেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমলপুর হাজী জহির উদ্দিন স্কুল অ্যান্ড এর অধ্যক্ষ লেফটেন্যান্ট মো. অহিদুর রহমান বিএনসিসিও।
ভৈরব সদর জোনাল অফিসের ডিজিএম (উন্নয়ন) আবদুর রউফ এর সার্বিক তত্ত্বাবধানে ও সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক ফারহানা বেগম, ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি হাজী মো. মোশাররফ হোসেন, ভৈরব পৌরসভা লাইসেন্স ইন্সপেক্টর মো. আক্তারুজ্জামান, সাংবাদিক মো. তুহিন মোল্লা, কমলপুর পশ্চিমপাড়া যুব সংগঠনের সভাপতি আলহাজ্ব মোস্তফা কামাল, ভৈরব মহিলা সংস্থা (তৃণমূল প্রকল্প) প্রশিক্ষণ কর্মকর্তা নিপা রহমান প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বীমা একজন মানুষকে ভবিষ্যতের পথ সুফল করে। মানুষ যেমন তার আয় থেকে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে বীমা করে তেমনি বীমা কোম্পানী তার মৃত্যুর পর তার পরিবারের জন্য একটি পুঁজি তৈরী করে দেয়। বীমা করে মরে গেলে মেঘনা লাইফ বীমা কোম্পানী তার নমিনীকে তার প্রাপ্য টাকা প্রদান করে। মেঘনা লাইফে পেনশন বীমা গ্রহণ করে অবসরে স্বাচ্ছন্দে জীবন পরিচালনা করে। তিনি মারা গেলে নমিনীকেও পেনশন প্রদান করা হয়।
গত ২৭ বছরে এই কোম্পানী ২৮ হাজার ৩৭৫ জনকে মৃত্যুদাবী এবং ৯ লক্ষ ১৮ হাজার ৯৭১ জনকে মেয়াদোর্ত্তীর্ণ দাবী খাতে বিভিন্ন অঙ্কের কোটি টাকা প্রদান করা হয়েছে।
বীমা করে কিছুদিন চালানোর পর বন্ধ করে দিলে, সমস্যায় পড়ে গেলে বা টাকা ফেরত চাইলে ২৪ ঘণ্টায় টাকা ফেরত পাওয়া যায়।
আলোচনা শেষে মেঘনা লাইফের গ্রাহক মরহুমা শেফালি বেগম এর মৃত্যুদাবির টাকার চেক তার পরিবারের হাতে প্রদান করেন অতিথিবৃন্দ। দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *