# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জস্থ ২৭ সদস্যের ইটনা সমিতির নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ করানো হয়েছে। আজ ১৪ অক্টোবর শনিবার দুপুরে জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে শপথ বাক্য পাঠ করার প্রধান নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা কেএম মাহবুবুল আলম। গত ৩০ সেপ্টেম্বর ভোটগ্রহণের কথা থাকলেও আগের দিন সমঝোতার মাধ্যমে ২০২৩-২৬ মেয়াদের কমিটি গঠন করে দিয়েছেন এলাকার সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক। এতে সভাপতি হয়েছেন গিয়াস উদ্দিন খান মিলকী, সাধারণ সম্পাদক হয়েছেন খলিলুর রহমান খোকন। নতুন সভাপতি এসব তথ্য নিশ্চিত করেছেন।