• বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৩:০১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে ড্রেন নির্মাণকাজ করতে গিয়ে গ্যাস লাইন লিকেজে দুইজন আহত, তিন ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ ভৈরবে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো ভৈরবের যুবক লিটন কুলিয়ারচরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কটিয়াদীতে কবি নূরে মালেকের স্মরণ সভা ভৈরব সরকারি প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ভৈরবে দুই গ্রুপের সংঘর্ষ এক কিশোর নিহতের ঘটনায় মামলা প্রধান আসামিসহ ৩ জন গ্রেপ্তার ভৈরবে চটের বস্তা বোঝাই পিকআপ ডাকাতির ঘটনায় ৩ ডাকাত গ্রেপ্তার বিতর্কে চ্যাম্পিয়ন হয়েছে কিশোরগঞ্জের সরযূ বালা বালিকা উচ্চ বিদ্যালয় জুলাই সনদের আইনী ভিত্তি পিআর পদ্ধতির দাবিতে জামায়াতের বিক্ষোভ

ভৈরবে দুই গ্রুপের সংঘর্ষ এক কিশোর নিহতের ঘটনায় মামলা প্রধান আসামিসহ ৩ জন গ্রেপ্তার

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জে ভৈরবে দুই গ্রুপের সংঘর্ষে নিহত তোফাজ্জল হোসেন আনন্দ হত্যা মামলার অভিযুক্ত প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের সদস্যরা। ২৭ সেপ্টেম্বর শনিবার বিকালে পৌর শহরের ভৈরবপুর দক্ষিণ পাড়া এলাকায় ও রাতে ভৈরবপুর উত্তর পাড়া নাটাল মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিনিয়র পুলিশ সুপার মো. মুহিত কবীর সের্নীয়াবাত।
গ্রেপ্তারকৃতরা হলো পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়া এলাকার বাসিন্দা ও হত্যা মামলার প্রধান আসামি ভূবন (২৭) ও তার সহযোগী মেহেদী হাসান জিদান (২৩) এবং ভৈরবপুর দক্ষিণ পাড়া এলাকার শোভন মিয়া (৩৩)।
র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প সূত্রে জানা যায়, ১৯ সেপ্টেম্বর রাতে ঢাকা-সিলেট মহাসড়কে আলিম সরকারের বাড়ির রুজেন গ্রুপের সাথে আড়াই বেপারী বাড়ির ভূবন গ্রুপের সংঘর্ষ হয়। এসময় নিহত তোফাজ্জল হোসেন আনন্দ তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায়। দুই পক্ষের লোকদের সংঘর্ষের মধ্যে পড়ে যায় আনন্দ। সে সিলেট বাসস্ট্যান্ড ফলের আড়তের সাথে মিজান টাওয়ারের গলির মধ্যে পৌঁছালে অভিযুক্তরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে। আশঙ্কাজনক অবস্থায় আনন্দকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ২০ সেপ্টেম্বর রাত ৩টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় নিহতের বাবা মোহাম্মদ আবু তাহের বাদী হয়ে ২৬ সেপ্টেম্বর ভৈরব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-৩৬।
এ বিষয়ে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিনিয়র পুলিশ সুপার মো. মুহিত কবীর সের্নীয়াবাত বলেন, মামলা হওয়ার পর থেকে ভৈরব র‌্যাব ক্যাম্প বিশেষ তৎপরতা চালায়। গোপন সংবাদের ভিত্তিতে ২৭ সেপ্টেম্বর বিকাল ৫টায় পৌর শহরের ভৈরবপুর দক্ষিণ পাড়া এলাকা থেকে মামলায় অভিযুক্ত মো. শোভনকে, রাত ১১টায় ভৈরবপুর উত্তরপাড়া নাটালের মোড় এলাকা থেকে ভূবন (২৭) ও তার সহযোগী মেহেদী হাসান জিদানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতদের আইনি প্রক্রিয়া শেষে ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *