• বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে ড্রেন নির্মাণকাজ করতে গিয়ে গ্যাস লাইন লিকেজে দুইজন আহত, তিন ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ ভৈরবে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো ভৈরবের যুবক লিটন কুলিয়ারচরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কটিয়াদীতে কবি নূরে মালেকের স্মরণ সভা ভৈরব সরকারি প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ভৈরবে দুই গ্রুপের সংঘর্ষ এক কিশোর নিহতের ঘটনায় মামলা প্রধান আসামিসহ ৩ জন গ্রেপ্তার ভৈরবে চটের বস্তা বোঝাই পিকআপ ডাকাতির ঘটনায় ৩ ডাকাত গ্রেপ্তার বিতর্কে চ্যাম্পিয়ন হয়েছে কিশোরগঞ্জের সরযূ বালা বালিকা উচ্চ বিদ্যালয় জুলাই সনদের আইনী ভিত্তি পিআর পদ্ধতির দাবিতে জামায়াতের বিক্ষোভ

পাকুন্দিয়ায় যুব মহিলালীগের কর্মী সভা অনুষ্ঠিত

# রাজন সরকার, পাকুন্দিয়া :-
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা যুব মহিলালীগের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ সেপ্টেম্বর শুক্রবার বিকালে পৌরসদরের মধ্যপাকুন্দিয়া গ্রামে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও পৌরসভার বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয়।
উপজেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক লতিতা আক্তার বিথীর সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন।
এ সময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক মো. ফরিদ উদ্দিন, মাহবুবুর রহমান, শামছুদ্দোহা, সদস্য আনোয়ার হোসেন আনার, অ্যাডভোকেট মিনহাজুল হক খোকা, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক একরাম হোসেন টিপু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. নাজমুল আলম ও সাধারণ সম্পাদক তোফায়েল আহম্মেদ তুহিন প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা মহিলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক পিংকি, উপজেলা আওয়ামী লীগের সদস্য তাহমিনা আক্তার রুজি, হাবিবা আক্তার, জেলা যুব মহিলালীগের সদস্য শাহানা আক্তার প্রমুখ।
কর্মীসভায় প্রধান অতিথি অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দীর্ঘদিন ক্ষমতায় থাকায় দেশের মানুষ উন্নয়নের ব্যাপক সুফল পাচ্ছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনতে হবে। এ সময় স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য উপস্থিত নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *