ভৈরব ও করিমগঞ্জে করোনায় দু’জনের মৃত্যু হয়েছে। জেলায় নতুন আক্রান্ত হয়েছন ২২ জন। আর সুস্থ হয়েছেন ১২০ জন, যার মধ্যে সদরেই আছেন ৭০ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের ২৯ আগস্ট রোববার রাত ১১টার দিকে প্রকাশ করা জেলার গত ২৪ ঘন্টার করোনা সংক্রান্ত প্রতিবেদনে দেখা গেছে, সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভৈরবের ৫৮ বছরের এক পুরুষ রোগি, আর নিজ বাড়িতে করিমগঞ্জের ৫০ বছরের এক নারী রোগি করোনায় মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনায় মৃত্যু হলো মোট ২০৯ জনের। এছাড়া ৩৭৬টি নমুনা পরীক্ষায় নতুন রোগিদের ২২টি নমুনা, পুরনো রোগিদের ৪টি নমুনা, আর অন্য জেলায় আক্রান্ত একজনের নমুনা পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৩৪৯টি নমুনা। নতুন আক্রান্তদের মধ্যে আছেন সদরে ১০ জন, ভৈরবে ৫ জন, কুলিয়ারচর ও বাজিতপুরে ২ জন করে, আর তাড়াইল, পাকুন্দিয়া ও কটিয়াদীতে একজন করে। সুস্থ হয়েছেন সদরে ৭০ জন, কটিয়াদীতে ৪০ জন, আর করিমগঞ্জে ১০ জন। রোববার জেলায় চিকিৎসাধীন রোগির সংখ্যা একদিনে ১০০ কমে নেমেছে ২ হাজার ২৬ জনে। গত শনিবার ছিল ২ হাজার ১২৬ জন। আর কোভিড ডেডিকেটেড হাসপাতাল শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা রোগিদের জন্য বরাদ্দ ২৫০টি শয্যার বিপরীতে আজ রোগি আছেন ৮৭ জন। এর মধ্যে ১০টি আইসিইউ বেডের বিপরীতে রোগি আছেন ৩ জন, আর ১৫টি এইচডিইউ বেডের বিপরীতে রোগি আছেন ৬ জন।