# নিজস্ব প্রতিবেদক :-
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য গত ৩ নভেম্বর দেশের ২৩৭টি আসনে বিএনপি প্রাথমিকভাবে মনোনীতি প্রার্থীদের নাম ঘোষণা করেছে। এর মধ্যে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে মনোনয়ন দেওয়া হয়েছে সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুককে। কিন্তু তাকে চ্যালেঞ্জ জানিয়ে মাঠে রয়েছেন ২০০৮ সালে দলের মনোনয়ন পাওয়া জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা।
জাহাঙ্গীর আলম মোল্লাসহ অন্তত অর্ধডজন সম্ভাব্য প্রার্থী মনোনয়ন ঘোষণার আগে থেকেই এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছিলেন। তখন ড. ওসমান ফারুক ছিলেন যুক্তরাষ্ট্রে। মনোনয়ন ঘোষণার দুদিন পর ৫ নভেম্বর সন্ধ্যায় তিনি দেশে ফিরেছেন। জাহাঙ্গীর আলম মোল্লা জানান, ৩ নভেম্বর ঘোষিত মনোনয়ন চূড়ান্ত নয়। অনেক রদবদল হবে। সংস্কারপন্থী হবার কারণে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে ওসমান ফারুকের পরিবর্তে জাহাঙ্গীর মোল্লাকে মনোনয়ন দেওয়া হয়েছিল। জাহাঙ্গীর মোল্লা বলেন, ওসমান ফারুক দীর্ঘদিন আমেরিকায় ছিলেন। এলাকার সাথে কোন যোগাযোগ ছিল না। মনোনয়ন দেওয়ার পরও তিনি দেশে ফিরে এখন পর্যন্ত কোন গণসংযোগ বা নির্বাচনী সভাসহ কোন সাংগঠনিক কার্যক্রমে লিপ্ত হননি। দলের অফিসেও যান না। বাসায় বসে থেকে তাঁর অনুসারীদের সাথে সাক্ষাৎ দেন।
জাহাঙ্গীর মোল্লা আরও বলেন, তারেক রহমান প্রার্থিতার যোগ্যতা হিসেবে বলেছেন, দলের প্রতি যাদের আনুগত্য আছে, বিগত দিনে যারা আন্দোলনে ছিলেন, জনগণের সাথে যাদের সম্পৃক্ততা আছে, ক্লিন ইমেজ আছে, তাদেরকেই মনোনয়ন দেওয়া হবে। সেদিক থেকে জাহাঙ্গীর মোল্লা নিজেকে যোগ্য প্রার্থী মনে করেন। ড. ওসমান ফারুকের বয়স হয়েছে। তিনি শারীরিকভাবেও আগের মত সক্ষম নন বলে কেউ কেউ মন্তব্য করেেেছন।
এ ব্যাপারে ড. ওসমান ফারুকের একনিষ্ঠ কর্মী করিমগঞ্জ পৌর বিএনপির সভাপতি আশরাফ হোসেন পাভেল জানিয়েছেন, জাহাঙ্গীর আলম মোল্লা ছাড়া এতদিন অন্য যারা প্রার্থী ছিলেন, তারা সবাই ড. ওসমান ফারুকের সাথে দেখা করে সমর্থন জানিয়েছেন। জাহাঙ্গীর মোল্লা মনোনয়ন চাইলেও মাঠে তেমন কাজ করছেন না। ড. ওসমান ফারুকের মনোনয়নই ঠিক থাকবে বলে আশরাফ হোসেন পাভেল আশাবাদী। তবে এই আসনে জামায়াতে ইসলামীর শক্তিশালী প্রার্থী হচ্ছেন ইবনে সিনা হাসপাতালে প্রধান হৃদরোগ বিশেষজ্ঞ কর্ণেল (অব.) ডা. জেহাদ খান। তিনি এলাকায় ফ্রি চিকিৎসা প্রদানসহ ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এই আসনের সাবেক এমপি জাতীয় পার্টি নেতা মুজিবুল হক চুন্নু শক্তিশালী প্রার্থী হলেও একদিকে দলের বিভাজন, অন্যদিকে তিনি জুলাই আন্দোলনের একাধিক মামলার আসামি। ফলে গণঅভ্যুত্থানের পর তিনি এলাকায় আসেননি।