• বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ০৯:৪৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত ভৈরবে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ এবং দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন স্ত্রী কুপিয়েছেন ষষ্ঠ স্বামীকে মহিলা পরিষদের সংবাদ সম্মেলন, সাইভার আক্রমণ বেশি হচ্ছে নারীদের বিরুদ্ধে নিকলীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র‌্যালি আলোচনা নারীর বুকে অভিনব কায়দায় রাখা ছিল ৫ হাজার পিস ইয়াবা, দুই মাসে আটক ১৮ নারী মাদক কারবারি টিনের চালা কেটে দুইটি ইলেকট্রিক দোকানে দুর্ধর্ষ চুরি, বাজারের ব্যবসায়ীরা আতঙ্কে ট্রেনে পুলিশকে মারধর টিটিইর সাথে অসদাচরণের ঘটনায় দুইজন গ্রেপ্তার কুলিয়ারচরে আরডিআরএস বাংলাদেশের নতুন শাখার শুভ উদ্বোধন

কুলিয়ারচরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

# মো. নাঈমুজ্জামান নাঈম :-
“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণি সম্পদে হবে উন্নতি” এ স্লোগানের মধ্য দিয়ে কিশোরগঞ্জের কুলিয়ারচরে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শণী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে ।
প্রাণিসম্পদ প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার।
২৬ নভেম্বর বুধবার দিনব্যাপী কুলিয়ারচর থানা সংলগ্ন মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)’র সহযোগিতায় এ আকর্ষনীয় বৈচিত্রময় প্রাণিসম্পদ প্রদর্শনীর শুভ উদ্বোধন করা হয়।
এতে সভাপতি হিসেবে স্বাগতিক বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহফুজ উদ্দিন ভূঁইয়া।
দিনব্যাপী প্রদর্শনীতে উপজেলার মোট ৩০টি স্টল নিয়ে খামারী ও প্রযুক্তি ব্যবসায়ী এবং সরবরাহকারীরা অংশ নেন।
অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, উপজেলা কৃষি কর্মকর্তা মর্জিনা আক্তার, কুলিয়ারচর থানা ওসি (তদন্ত) খোকন চন্দ্র সরকার, কুলিয়ারচর উপজেলা পোল্ট্রি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আরশ মিয়া।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন, কুলিয়ারচর প্রেসক্লাবের আহবায়ক সদস্য মো. নাঈমুজ্জামান নাঈম ও সাংবাদিক মোহাম্মদ আরীফুল ইসলাম, ফারজানা আক্তার, সবুজ মিয়া ও আজিজুলসহ এলএসপি, এলএফএস ও স্টাফগণ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান।
প্রদর্শণীতে উন্নত জাতের গাভী, বাছুর, ষাড়ের স্টল, উন্নত জাতের মহিষের স্টল, উন্নত জাতের ছাগল ভেড়ার স্টল, উন্নত জাতের হাঁস মুরগীর স্টল, বিভিন্ন শৌখিন পাখি ও প্রাণি (কবুতর, ময়না, টিয়া, ঘুঘু, খরগোশ, বিড়াল, টারকি, কোয়েল ও ঘোড়া প্রভৃতি) স্টল, বিভিন্ন প্রাণি প্রযুক্তির স্টল, দুগ্ধজাত পণ্য (মিষ্টি দই ঘি ছানা ইত্যাদি) স্টল, বিভিন্ন উৎপাদিত মাংস প্রক্রিয়াজাত পণ্য দিয়ে স্টল সাজিয়েছেন খামারী, প্রযুক্তি ব্যবসায়ী ও সরবরাহকারীরা। অনুষ্ঠান শেষে প্রাণিসম্পদ প্রদর্শনী পরিদর্শন করেন উপস্থিত অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *